শুক্রবার ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও মোনাকো। ম্যাচটিতে প্রতিপক্ষের বিরুদ্ধে ৫-২ গোলের ব্যবধানে জয় পায় পিএসজি।দলটির হয়ে একটি করে গোল করেন গঞ্জালো রামোস, কিলিয়ান এমবাপ্পে, উসমানে দেম্বেলে, ভিতিনহা ও রান্ডাল কোলো মুয়ানি। আর মোনাকোর হয়ে গোল করেন তাকুমি মিনামিনো ও ফোলারিন বালোগুন।
ম্যাচের ১৮তম মিনিট থেকে শুরু হয় পিএসজির গোল উৎসব। দলকে প্রথম গোলের স্বাদ দেন রামোস। এরপরে মোনাকো সমতায় ফিরলেও পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান এমবাপ্পে। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত এভাবেই খেলা এগিয়ে যাচ্ছিল। সে সময়ে উসমানে দেম্বেলে ও ভিতিনহা পরপর গোল করে ব্যবধান ৪-১ করেন।
৭৫তম মিনিটে মোনাকো একটি গোল শোধ করে। শেষ দিকে পিএসজির বদলি খেলোয়াড় কোলো মুয়ানির গোলে ব্যবধান ৫-২ করে জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :