AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকায় পৌছেছে মালদ্বীপের ক্লাব মাজিয়া


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:৪৫ পিএম, ২৫ নভেম্বর, ২০২৩
ঢাকায় পৌছেছে মালদ্বীপের ক্লাব মাজিয়া

আগামী ২৭ নভেম্বর এশিয়ার ফুটবলে দ্বিতীয় মর্যাদাপূর্ণ আসর এএফসি কাপে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশি জয়ান্ট বসুন্ধরা কিংস। শুক্রবার এই অ্যাওয়ে ম্যাচ খেলতে রাতে ঢাকায় এসেছে মালদ্বীপ লিগের চ্যাম্পিয়ন দলটি।

জানা যায়, আজ বিকেলে আর্মি পুলিশ ব্যাটালিয়ন ফিল্ডে অনুশীলন করবে তারা। চলতি মৌসুমে এই মার্জিয়ার বিপক্ষে ম্যাচের দিয়ে এএফসি কাপ শুরু করেছিল বুসন্ধরা কিংস। অ্যাওয়ে ম্যাচে মালেতে মাজিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল তারা। এবার ফিরতি লেগে হোম ম্যাচে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে কিংসের।

এএফসি কাপে গ্রুপ ‘ডি’তে শীর্ষে র  রয়েছে কিংস।  চার ম্যাচ শেষে সমান ৭ পয়েন্ট বসুন্ধরার পরে রয়েছে ভারতের ক্লাব মোহনবাগান। তবে পরের রাউন্ডে যেতে হলে কিংসের পরে দুটি ম্যাচ  গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে মোহানবাগানের সঙ্গে হেড টু হেডে এগিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে কিংস। তবে ভারতের ক্লাবটির সঙ্গে বাংলাদেশের ক্লাবটির পয়েন্ট সমান।

উভয়ই পরের দুই ম্যাচ জিতলে হেড টু হেডে এগিয়ে থাকায় পরবর্তী রাউন্ডে খেলবে বসুন্ধরা কিংস। পরের পর্বে যেতে হলে মাজিয়ার বিপক্ষে ম্যাচটিতে কিংসের জয় গুরুত্বপূর্ণ। এখন দেখার কিংসে এই সুযোগটাকে কাজে লাগাবে কি না।

একুশে সংবাদ/এস কে 

Link copied!