AB Bank
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লিগ ওয়ানে লিয়ঁর সপ্তম পরাজয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:১০ পিএম, ২৭ নভেম্বর, ২০২৩
লিগ ওয়ানে লিয়ঁর সপ্তম পরাজয়

চলতি মৌসুমে লিগ ওয়ানে সপ্তম ম্যাচে পরাজিত হলো  ঝিমিয়ে পড়া লিয়ঁ। রোববার অনুষ্ঠিত ম্যাচে লিলির কাছে ২-০ গোলে হেরে গেছে ক্লাবটি। ফলে পয়েন্ট তালিকার তলানীতে নেমে গেছে এক সময়ের দাপুটে ক্লাবটি।

লিয়ঁর গ্রুপামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৭ তম মিনিটে কানাডিয়ান আন্তর্জাতিক জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় সফরকারী লিলি। বিজয়ী দলের হয়ে ৩২ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন তিয়াগো স্যান্তোষ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেস্টা করেছিল লিয়ঁ। কিন্তু প্রতিপক্ষের পোস্টের সামনে সাবেক আর্সেনাল ফরোয়ার্ড আলেকজান্দ্রে লাকাজেট্টির ব্যর্থতার কারণে ব্যবধান কমাতে পারেনি স্বাগতিকরা।

বর্তমানে ১২ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট সংগ্রহ করেছে লিয়ঁ। ফলে রেলিগেশন চোখ রাঙাচ্ছে  ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা সাতবার শিরোপা জয়ী দলটিকে। এই ম্যাচে তিন পয়েন্ট পেয়ে এখন পয়েন্ট তালিকার শীর্ষ চারে স্থান করে নিয়েছে লিলি। এক পয়েন্টে পিছিয়ে আছে মোনাকোর চেয়ে। আর মোনাকো গত শুক্রবার রাজধানীতে ৫-২ গোলে হেরেছে শীর্ষ পয়েন্টধারী প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) কাছে।

রোববার অনুষ্ঠিত লিগ ওয়ানের আরেক ম্যাচে তুলুসের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে নিস। টানা ওই অস্টম জয়ে পিএসজির পরের  স্থানটি ধরে রেখেছে তারা। এ পর্যন্ত লিগ ওয়ানে গত ৭২৩ মিনিটে একটি গোলও হজম করতে হয়নি নিসের গোল রক্ষক মার্সিন বুলকাকে।

মৌসুমে এ পর্যন্ত ১৩টি লিগ ম্যাচে একটিতেও পরাজিত হয়নি। এরমাধ্যমে দলটি  ১৯৮৪-৮৫ মৌসুমে বর্দুর ১২ ম্যাচের রেকর্ডকে। পুরো মৌসুমে তারা চারটি মাত্র গোল হজম করেছে। বিপরীতে আদায় করেছে করেছে ১৪টি। নিসের কোচ ফ্রান্সেসকো ফারিওলি বলেন,‘ আমাদের মুল শক্তি হচ্ছে রক্ষনভাগ।’

রোববার অনুষ্ঠিত লিগ ওযানের অন্য ম্যাচে মিজ ৩-২ গোলে লরিয়েন্টকে, ব্রেস্ট ৩-১ গোলে মন্টফিলারকে এবং রেনে ৩-১ গোলে রেইমসকে হারিয়েছে।

একুশে সংবাদ/এস কে 

Link copied!