AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো নামিবিয়া


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫৫ পিএম, ২৮ নভেম্বর, ২০২৩
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো নামিবিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়ে গেল নামিবিয়া। আফ্রিকা মহাদেশে যে কোয়ালিফায়ার হচ্ছে, সেখান থেকে প্রথম দল হিসেবে মেগা টুর্নামেন্টের মূলপর্বে চলে গেলেন জোনাথন স্মিট, ডেভিড ওয়াইজিরা। তার ফলে পরপর তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চলেছে নামিবিয়া।

২০২১ সালের বিশ্বকাপে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করে সুপার-১২ পর্যায়ে পৌঁছেছিল। সুপার-১২ পর্যায়ে ভারতের গ্রুপে পড়েছিল। তবে ২০২২ সালের বিশ্বকাপে প্রাথমিক পর্ব থেকেই ছিটকে গিয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে ২০২৪ সালের বিশ্বকাপে ভালো ফল করতে মরিয়া নামিবিয়া। তবে সেটা হবে কিনা, তা সময় বলবে। আপাতত ক্রিকেট বিশ্বের নজর আছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ জায়গাটা কোন দল ছিনিয়ে নেবে, সেদিকে। ইতিমধ্যে বিশ্বকাপের ১৯টি দলই চূড়ান্ত হয়ে গিয়েছে। শেষ জায়গাটার জন্য লড়াইয়ে আছে জিম্বাবোয়ে, উগান্ডা, কেনিয়া এবং নাইজেরিয়া। উগান্ডা এবং কেনিয়ার হাতেই নিজেদের ভাগ্য আছে। নাইজেরিয়া ও জিম্বাবোয়েকে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

আজ আফ্রিকান কোয়ালিফায়ারে তানজানিয়াকে হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার টিকিট ‘কনফার্ম’ হয়ে গিয়েছে। সেই জয়ের ফলে পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জিতেই পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করে নিয়েছে নামিবিয়া। নিয়ম অনুযায়ী, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ছাড়পত্র পেতে প্রথম দুইয়ে শেষ করতে হত। আর সেটা নিশ্চিত হয়ে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার টিকিট কনফার্ম করে ফেলে নামিবিয়া।

মঙ্গলবার তানজানিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৭ রান তোলে নামিবিয়া। ২৫ বলে অপরাজিত ৪০ রান করেন স্মিট। তাছাড়াও ছোট-ছোট ইনিংস খেলেন নিকোলাস ডেভিন, জেন গ্রিনরা। সেই রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ৯৯ রানের বেশি তুলতে পারেনি তানজানিয়া। গত রবিবার যে ওয়াইজিকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), সেই তারকা ব্যাট হাতে রান পাননি। তবে বোলিং ওপেন করে চার ওভারে ২১ রান দিয়ে এক উইকেট নেন ওয়াইজি। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্মিট।

ইতিমধ্যে ১৯টি দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে। কয়েকটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে। কয়েকটি দল কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলবে। ওই ১৯টি দল হল - ওয়েস্ট ইন্ডিজ (আয়োজক), আমেরিকা (আয়োজক), ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল এবং ওমান।

একুশে সংবাদ/এস কে 

Link copied!