বায়ার্ন মিউনিখের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন অভিজ্ঞ জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত বায়ার্নে থাকছেন নয়্যার। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন্স ক্লাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
৩৭ বছর বয়সী নয়্যার ২০১১ সালে বায়ার্নে যোগ দিয়েছিলেন। ছয় বছর পর তাকে দলের নেতৃত্ব দেয়া হয়। হাঁটুর ইনজুরির কারনে ১০ মাস মাঠের বাইরে থাকার পর অক্টোবরে তিনি দলে ফিরেছেন।
এক বিবৃতিতে নয়্যার বলেছেন, ‘আরো এক বছরর জন্য এফসি বায়ার্নে থাকতে পেরে আমি দারুন খুশী। দীর্ঘ ইনজুরির পর আমি পূর্ণ মাত্রায় ফিট হয়েই ফিরেছি। এই দলের সাথে মাঠে খেলতে পারা সত্যিই আনন্দের।’
বায়ার্নের হয়ে নয়্যার দুটি চ্যাম্পিয়ন্স লিগ, ১১টি বুন্দেসলিগা শিরোপা জয় করেছেন। এছাড়া ২০১৪ সালে বিশ্বকাপ জয়ী জার্মান জাতীয় দলের সদস্য ছিলেন।
বায়ার্নের দ্বিতীয় গোলরক্ষক ৩৫ বছর বয়সী সেভেন উলরেইখও নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন।
এই মুহূর্তে বায়ার লেভারকুজেনের থেকে দুই পয়েন্ট পিছিয়ে বায়ার্ন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে ইতোমধ্যেই নক আউট পর্ব নিশ্চি করেছে বেভারিয়ান্সরা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :