AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিগুণ বেতন পেলেই জাতীয় দলে থাকবেন ক্যাবরেরা!


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:২৫ পিএম, ২৯ নভেম্বর, ২০২৩
দ্বিগুণ বেতন পেলেই জাতীয় দলে থাকবেন ক্যাবরেরা!

২০২১ সালে বাংলাদেশ জাতীয় ফুটবলে দলের কোচ হয়ে এসেছিলেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রথম দফায় সফল হতে পারেনি তিনি। ক্যাবরেরা অধীনে প্রথম দফায় মোট ৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে জয় মাত্র একটি, ড্র দুটি এবং বাকি পাঁচটি হার। এমন পারফরমেন্সের পরেও গত বছর ডিসেম্বরে আবারো লাল-সবুজের প্রতিনিধিদের দায়িত্ব তার কাঁধে তুলে দেন বাফুফে।

দ্বিতীয় দফা বাংলাদেশের কোচিংয়ের দায়িত্ব নিয়ে অবশ্য সফল ক্যাবরেরা। তার অধীনে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। সেখানে ৫টি জয়ের বিপরীতে ৪টি হার। এছাড়াও রয়েছে ৪টি ড্র। যার মধ্যে শক্তিশালী লেবানন, আফগানিস্তানের বিপক্ষে জয়ের সমান ড্র, মালদ্বীপকে হারানোর রেকর্ডতো রয়েছে। বাংলাদেশের এমন পারফরমেন্সের কারণে তাকে পুনরায় দলে চায় বাফুফে।

এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্যাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি রয়েছে। নতুন বছরের জন্য চুক্তি করে দেশে ফিরে ছুটি কাটাতে চাইছেন স্প্যানিশ কোচ। তবে নতুন চুক্তির জন্য নিজের বেতন চেয়েছেন আগের চেয়ে দ্বিগুণ! সেটি মাসিক ১৫ হাজার ডলারের মতো। এখন ক্যাবরেরা পাচ্ছেন ৮ হাজার ডলার। এছাড়া আবাসনসহ অন্য সুবিধা তো আছেই।

তবে জাতীয় দলের ম্যাচ না থাকায় এই অবসর সময়ে প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাব ঘুরে দেখছেন। কথা বলছেন জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে। আগামী বছরের মার্চে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্যায়ে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে খেলোয়াড়দের যথাসম্ভব চাঙ্গা করতেই ক্লাবগুলো ভ্রমণ করছেন তিনি। খেলোয়াড়রা যেন সেই ম্যাচের আগে নিজেদের ফিট রাখেন, সেটাও অন্যতম উদ্দেশ্য। তবে নতুন বছরে ক্যাবরেরা বাংলাদেশ দলে থাকবেন কিনা এ নিয়ে বাফুফের সঙ্গে চলছে দর কষাকষি।

এ বিষয়ে জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘ক্যাবরেরা নতুন করে চুক্তির জন্য বেশি বেতন চেয়েছেন। এখন আমরা নতুন চুক্তির জন্য তার সঙ্গে কথা বলছি, আলোচনা চলছে। কোচের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে আসতে পারবো বলে আশাবাদী। আমরা চাই কোচ থাকুক। তার অধীনে বাংলাদেশ ভালো করছে।’

একুশে সংবাদ/এস কে

Link copied!