ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মাঝে আইপিএলের পর বেশ জনপ্রিয়তা অর্জন করেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দেশটির জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আগামী ১৩ ডিসেম্বর পিএসএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।
এক বিবৃতিতে বুধবার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এবারের পিএসএল অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত। আসন্ন এই ড্রাফটে সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। পরের কলগুলো হবে গত মৌসুমের পয়েন্ট টেবিল অনুযায়ী। নিচের দলগুলো আগে কল দেয়ার সুযোগ পাবে।
অবশ্য আসন্ন পিএসএল পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া নিয়ে রয়েছে সংশয়। নিরাপত্তার কারণে আগামী বছরের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সরে যেতে পারে অন্য দেশে। ২০২৪ সালের পিএসএল হতে পারে সংযুক্ত আরব আমিরাত কিংবা দক্ষিণ আফ্রিকায়।
ক্রিকেটারদের পূর্ণ নিরাপত্তা প্রদানের লক্ষ্যেই পিএসএল অন্য দেশে আয়োজনের পরিকল্পনা করেছে পিসিবি। আগামী বছর পাকিস্তানে রয়েছে সাধারণ নির্বাচন। সেই কাজে ব্যস্ত সময় পার করবেন দেশটির নিরাপত্তাকর্মীরা।
তাই আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে পিএসএল আয়োজনের ছাড়পত্র পিসিবিকে দেয়নি পাকিস্তানের সরকার। নির্বাচনের কারণে পিএসএলের সময় নিরাপত্তাকর্মী দেওয়া সম্ভব নয়। আবার অন্য সময় পিএসএল আয়োজন করলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে না।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :