ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জার্মানির কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে আলবিসেলেস্তেদের কপাল পুড়ে। আর্জেন্টিনা ফাইনাল খেলতে না পারলেও দলটির তরুণ ফরোয়ার্ড অগাস্টিন রবার্তো পেয়েছেন বড় সুখবর।
যুব বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত অর্জনে বড় পুরস্কারই পেয়েছেন রবার্তো। বিশ্বকাপের সেরা গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ উঠেছে তার হাতে। ‘দ্য জায়ান্ট’ খ্যাত এই ফরোয়ার্ড পুরো আসরজুড়েই ছিলেন বেশ ধারাবাহিক।
আর্জেন্টিনার জার্সিতে প্রতিটি ম্যাচেই রেখেছেন তিনি বড় ভূমিকা। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের এ আসরে সর্বোচ্চ ৮ গোল করেছেন রবার্তো। একটি করে গোলের দেখা পেয়েছেন সেনেগাল, জাপান এবং পোল্যান্ডের বিপক্ষে।
ভেনেজুয়েলার বিপক্ষে দুই গোল এবং জার্মানির বিপক্ষে জালে বল জড়ান তিনবার। সেমিফাইনালে তার হ্যাটট্রিকেই আর্জেন্টিনার খেলার স্বপ্ন টিকে ছিল বেশ লম্বা সময়।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :