আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণভাবে জমে উঠেছিল বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যাচ।দুই দল সমানতালে লড়াই করেছে। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন জোয়াও ফেলিক্স।
অলিম্পিক স্টেডিয়ামে রোববার (৩ ডিসেম্বর) রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিলো বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। সফরকারীদের ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে কাতালান ক্লাবটি।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় বার্সেলোনা। পেদ্রিকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন রাফিনহা। ফিরতি বল পেয়ে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
২৮তম মিনিটে একমাত্র গোলের দেখা পায় বার্সেলোনা। রাফিনহার পাস থেকে ডি-বক্সের ভেতরে ঢুকে কোণা থেকে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফেলিক্স। বার্সেলোনার জার্সিতে এটি তার দ্বিতীয় গোল।
ম্যাচের ৩৬ মিনিটে সুযোগ পেয়েছিলেন গ্রিজম্যান। বক্সে ফরাসি ফরোয়ার্ডের শট স্লাইডে বিপদমুক্ত করেন ফ্রেংকি ডি ইয়ং। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে জয় প্রায় নিশ্চিত করার সুযোগ আসে লেভানদোভস্কির সামনে। কিন্তু সেই সুযোগ থেকে গোল আদায় করতে ব্যর্থ হন তিনি।
যোগ করা সময়ে আরেকটি দারুণ সেভে বার্সেলোনার তিন পয়েন্ট নিশ্চিত করেন পেনা। ১৫ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেল অ্যাথলেটিকো মাদ্রিদ।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :