ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচটি ছিল শুধু নিয়মরক্ষার। এমন ম্যাচে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। ভারতের দেওয়া ১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৫৪ রানে থামে অজিদের ইনিংস।
৬ রানের জয়ে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে নিয়েছে ভারত।
রোববার (৩ ডিসেম্বর) টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। দলটির ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জসওয়ালের ওপেনিং জুটিতে ৩৩ রান পায় ভারত। অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফিরে যান দুই ওপেনার।
একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন আইয়ার। বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন তিনি। শেষদিকে জিতেশের ১৬ বলে ২৪, আক্সারের ২১ বলে ৩১ রানের ইনিংসে ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় ভারত।
মারমুখী ব্যাটিংয়ে ৫ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৫৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন আইয়ার। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন বেন ডোয়ারিশ এবং জেসন বেহরেনডর্ফ। এছাড়া ১টি করে উইকেট নেন অ্যারন হারডি, নাথান এলিস এবং তানভির সাঙ্ঘা।
১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। শুরুতেই ৫৫ রানে ৩ উইকেট হারায় তারা। দলীয় স্কোর ১০০ পেরোনোর পর প্যাভিলিয়নে ফেরেন ডেভিডও। তার বিদায়ের পর আউট হন ৩৬ বলে ৫৪ রান করা ম্যাকডারমট। তখনও সমানতালে লড়ছিল অজিরা।
কিন্তু মুকেশ কুমার দুই বলে দুই উইকেট তুলে নিলে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে ভারত। শেষ দুই ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৭ রান। আর শেষ ওভারে দরকার ছিল ১০ রান।
আর্শদীপ সিংয়ের করা ইনিংসের শেষ ওভারের প্রথম তিন বলে কোনো রানই নিতে পারেনি অজিরা। পরের তিন বলে আসে আর মাত্র ৩ রান। ফলে জয় থেকে ছয় রান দূরে থাকতেই শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :