ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে জিতে অর্ধেক কাজটা সেরেছিলেন আগেই। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের জালে গোল উৎসব করেছে বাংলাদেশের মেয়েরা। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ শিরোপা উঁচিয়ে ধরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও সিঙ্গাপুরের মেয়েরা। ম্যাচটিতে সিঙ্গাপুরকে ৮-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। যেখানে জোড়া গোল করেছেন তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমা। এছাড়া একটি করে গোল করেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া ও শামসুন্নাহার জুনিয়র।
এদিন ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে সফরকারীদের ব্যস্ত রাখে স্বাগতিকরা। সেই ধারাবাহিকতায় ম্যাচের তৃতীয় মিনিটেই দুর্দান্ত সুযোগ তৈরি করেন সাবিনা খাতুন। কিন্তু ভালো সুযোগটি হাতছাড়া করেন তিনি।
তবে লিড নিতে বেশি সময় নেয়নি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৬তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন তহুরা খাতুন। ফ্রি কিকে সাবিনার বলটি হেডে সিঙ্গাপুরের জাল খুঁজে নেন তহুরা খাতুন। এর মিনিট দুয়েক পরই দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা।
দুই গোলে এগিয়ে থেকেও কাউন্টার অ্যাটাক বজায় রাখেন সাবিনারা। এর ফলাফলও হাতেনাতে পেয়ে যায় তারা। ম্যাচের ২৫তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন তহুরা খাতুন।প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
বিরতিতে থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। ম্যাচের ৫৭ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ মিস করেন তহুরা। সিঙ্গাপুরের গোলরক্ষকের গায়ে লেগে বলটি যায় সানজিদার পায়ে। সেই সুযোগে বাম পায়ের জোড়ালো শটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন তিনি।
৬২তম মিনিটে বাঁ-পায়ের দ্রুত গতির শটে সিঙ্গাপুরের গোলরক্ষককে বোকা বানিয়ে ম্যাচের নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ঋতুপর্ণা।
ম্যাচের শুরুতেই দুটি সুযোগ মিস করা সাবিনা খাতুন গোলের দেখা পান ৭৫তম মিনিটে। শামসুন্নাহার জুনিয়রের ডিফেন্স চেরা পাস থেকে গোল আদায় করে নেন বাংলাদেশ দলপতি। এরপর ৮২তম মিনিটে গোলের দেখা পান বদলি খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়া। এতে ৭-০ ব্যবধানে এগিয়ে যায় টিটুর শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দলের হয়ে সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন শামসুন্নাহার জুনিয়র। এরপর আর কোনো গোল না হওয়ায় ৮-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এর আগে গত ১ ডিসেম্বর সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের ঘরে রেখে দিলেন সাবিনা-ঋতুপর্ণারা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :