সর্বশেষ ২০১৪ সালে স্বাধীনতার কাপের সেমিফাইনাল খেলেছিল ঢাকার ঐতিহ্যবাহী দল মোহামেডান। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল মতিঝিল পাড়ার ক্লাবটি। এরপর নয় বছর পার হয়ে গেছে সেমিফাইনাল খেলা হয়নি দলটি। কয়েকবার কোয়ার্টার ফাইনাল খেললেও সেমিতে যাওয়ার সুযোগ মিলছিল না দলটি। অবশেষে কাঙ্খিত সুযোগ পেল দলটি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়া চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল আলফাজ আহমেদের শিষ্যরা। মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফফরাভ।
আজ আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ অব্যাহত। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে একইভাবে আক্রমণ চালালেও মোহামেডান কিংবা চট্টগ্রাম আবাহনী কেউই জালে বল জড়াতে পারেনি।
নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। খেলার ৯৭ মিনিটে বক্সের বেশ দূর থেকে ফ্রি কিক পায় মোহামেডান। মুজাফফরাভের চোখ ধাঁধানো ফ্রি কিকে আবাহনী জালে বল জড়ায়। তবে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল হক রানা ঠেকাতে পারেননি। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
এই জয়ে প্রথম সেমিফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ পুরান ঢাকার দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ম্যাচটি আগামী ৭ ডিসেম্বের গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :