২০২১ সালে বাংলাদেশ জাতীয় ফুটবলে দলের কোচ হয়ে এসেছিলেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রথম দফায় সফল হতে পারেনি তিনি। ক্যাবরেরা অধীনে প্রথম দফায় মোট ৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে জয় মাত্র একটি, ড্র দুটি এবং বাকি পাঁচটি হার। এমন পারফরমেন্সের পরেও গত বছর ডিসেম্বরে আবারো লাল-সবুজের প্রতিনিধিদের দায়িত্ব তার কাঁধে তুলে দেন বাফুফে।
দ্বিতীয় দফা বাংলাদেশের কোচিংয়ের দায়িত্ব নিয়ে অবশ্য সফল ক্যাবরেরা। তার অধীনে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। সেখানে ৫টি জয়ের বিপরীতে ৪টি হার। এছাড়াও রয়েছে ৪টি ড্র। যার মধ্যে শক্তিশালী লেবানন, আফগানিস্তানের বিপক্ষে জয়ের সমান ড্র, মালদ্বীপকে হারানোর রেকর্ডতো রয়েছে। বাংলাদেশের এমন পারফরমেন্সের কারণে তাকে পুনরায় জাতীয় দলে রাখতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেজন্য নতুন করে আগামী ২০২৪ সালের জন্য এই স্প্যানিশ কোচের সঙ্গে চুক্তি করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্যাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি রয়েছে। সে চুক্তি বাড়িয়ে নতুন আরো এক বছর করল বাফুফে। তবে জাতীয় দলের ম্যাচ না থাকায় এই অবসর সময়ে প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাব ঘুরে দেখছেন। কথা বলছেন জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে।
আগামী বছরের মার্চে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্যায়ে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে খেলোয়াড়দের যথাসম্ভব চাঙ্গা করতেই ক্লাবগুলো ভ্রমণ করছেন তিনি। খেলোয়াড়রা যেন সেই ম্যাচের আগে নিজেদের ফিট রাখেন, সেটাও অন্যতম উদ্দেশ্য।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :