আইপিএলে মজেছেন গ্লেন ম্যাক্সওয়েল। যখন একের পর এক বিদেশি প্লেয়াররা আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন, তখন ম্যাক্সি স্পষ্ট করে বলে দিয়েছেন, তাঁর হাঁটাচলা বন্ধ না হওয়ার পর্যন্ত আইপিএল খেলে তিনি দর্শকদের মনোরঞ্জন করে যাবেন। পাশাপাশি অবশ্য দেশের প্রতি কর্তব্যে কোনও ঘাটতি রাখতে চান না। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আগামী বছর অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপও জিততে চান ম্যাক্সওয়েল।
বিশ্বকাপ শেষ হওয়ার পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ খেলে দেশে ফিরেছেন ম্যাক্সওয়েল। বৃহস্পতিবার বিগ ব্যাশের প্রথম ম্যাচে ব্রিসবেনের বিপক্ষে মেলবোর্ন স্টারসকে নেতৃত্ব দেবেন এই তারকা অলরাউন্ডার। তবে এসবের মাঝেই আইপিএল নিয়ে তাঁর মুগ্ধতার কথা জানাতে ভুললেন না ম্যাক্সওয়েল। তিনি এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাট কোহলির সতীর্থ।
৩৫ বছর বয়সী ম্যাক্সওয়েল মনে করেন, আগামী বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যেন আইপিএলে খেলার অভিজ্ঞতা পান। মেলবোর্ন বিমানবন্দরে নেমে ম্যাক্সওয়েল বলেছেন, ‘ভবিষ্যতে আমি যত টুর্নামেন্ট খেলব, তার মধ্যে সম্ভবত আইপিএলই হবে শেষ টুর্নামেন্ট। আমি তখনই আইপিএল ছাড়ব, যখন আর হাঁটতে পারব না।’
আইপিএলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ম্যাক্সি যোগ করেছেন, ‘আমার ক্যারিয়ারে আইপিএল কতটা ভালো ভূমিকা রেখেছে, সেটা নিয়েই কথা বলছিলাম, যাদের সঙ্গে মিশেছি, যে সব কোচের অধীন খেলেছি, যে সব আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি- আমার ক্যারিয়ারে টুর্নামেন্টটির অবদান বলে শেষ করা যাবে না।’
ম্যাক্সওয়েল একটি উদাহরণও টেনে দাবি করেছেন, ‘দুই মাস এবি ডি`ভিলিয়ার্স এবং বিরাট কোহলির সতীর্থ হব, অন্য ম্যাচ দেখতে দেখতে তাদের সঙ্গে আলোচনা করব। শেখার জায়গা থেকে ভাবলে, কোনও ক্রিকেটারের জন্য এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার থাকতে পারে না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই, তিনি চান, যত বেশি সম্ভব অজি তারকা যেন আইপিএলে খেলার সুযোগ পান। ম্যাক্সওয়েলের দাবি, ‘আশা করি, অনেক অস্ট্রেলিয়ান আইপিএলে খেলতে পারবেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কন্ডিশনের মিল আছে, একটু শুকনো আবহাওয়া, আবার স্পিনও হয়।’
ওডিআই বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল এখন ফুরফুরে মেজাজে আছে। এবার অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ডের মতোই ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপও জয়ের সুযোগ রয়েছে। সেটাই পাখির চোক এখন অজি ব্রিগেডের।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :