বৃষ্টি বাধায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিন ভেস্তে গিয়েছিল। ম্যাচের তৃতীয় দিনে সকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুরে থেমেছে বৃষ্টি। তাতে নির্ধারিত সময়েরও প্রায় ৩ ঘন্টা পর মাঠে গড়িয়েছে তৃতীয় দিনের খেলা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৭৪ রান। ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে যায় টিম টাইগার্স।
শুক্রবার মিরপুরে তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ১৫ মিনিটে। কিন্তু ভেজা মাঠে সেটি সম্ভব হয়নি। সকাল ১১টায় দুই আম্পায়ার রড টাকার ও পল রাইফেল মাঠ পর্যবেক্ষণ করেন। তাদের পর্যবেক্ষণের পর দুপুর ১২টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। আম্পায়ারদের সিদ্ধান্ত অনুযায়ী মাঠে নেমেছে দুই দল।
জানা গেছে, ৭৪ ওভারের খেলা হবে আজ। খেলা শুরুর পর ২টা ১০ মিনিটে চা বিরতিতে যাবে দুই দল। আর দিনের সবশেষ সেশনের খেলা চলবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিট পর্যন্ত।
এর আগে বৃহস্পতিবার পুরো দিন কেড়ে নেয় বৃষ্টি। তাই একটি বলও হয়নি। স্পিনারদের দাপটে প্রথম দিনে ১৫ উইকেট পড়ে এই ম্যাচ ফলাফল দ্রুত আসার পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশ ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর ৫ উইকেটে ৫৫ রান তুলে প্রথম দিন পার করে সফরকারী নিউজিল্যান্ড।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :