AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-টেনে হ্যাটট্রিকসহ আকিলের ফাইফার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫২ পিএম, ৯ ডিসেম্বর, ২০২৩
টি-টেনে হ্যাটট্রিকসহ আকিলের ফাইফার

প্রথম ওভারেই আকিলের শিকার হয়ে পরপর তিন বলে সাজঘরে ফেরেন আন্দ্রেই গৌস, ডিওয়াল্ড ব্র্যাভিস ও ইবরাহীম জাদরান। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বাঁহাতি এই ঘূর্ণি জাদুকরের মায়াবী ঘূর্ণিতে ১ রানে ৩ উইকেট হারিয়ে বসে প্রতিপক্ষ স্যাম্প আর্মি।

এখানেই শেষ নয়, আবুধাবি টি-টেনের প্রথম কোয়ালিফায়ারে নিজের দ্বিতীয় ওভারে এসে নেন আরও দুই উইকেট। এবার এই উইন্ডিজ স্পিনারের শিকার ফাফ ডু প্লেসি ও ইবরাহীম জাদরান।

ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত আসর টি-টেনে হ্যাটট্রিকসহ ফাইফারের কীর্তি অর্জন করেন আকিল। দুই ওভার তথা ১২ বলে আকিল মাত্র ৬ রান দিয়ে নেন পাঁচ উইকেট। তার এমন বিধ্বংসী বলে স্যাম্প আর্মিকে হারিয়ে প্রথম সুযোগেই টি-টেনের ফাইনালের টিকিট কাটে নিউ ইয়র্ক।

Shwapno

এর আগে ব্যাটিং করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ঝড়ো ফিফটিতে ভর করে ১২১ রান করে নিউ ইয়র্ক। গুরবাজ ৫৬ রান করেন। আর স্যাম্প আর্মির হয়ে ২ উইকেট নেন কাইস।

তাড়া করতে নেমে আকিলের ঘূর্ণিতে নাকাল স্যাম্প আর্মি থামে মাত্র ৮০ রানে। কাইস সর্বোচ্চ ৩১ রানে অপরাজিত ছিলেন। জেসন হোল্ডার ২২ রান করেন। আকিল একাই নেন ৫ উইকেট।

একুশে সংবাদ/এস কে

Link copied!