অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ জাপান। এই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের পথে অনকটাই এগিয়ে যাবে।
সোমবার (১১ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ম্যাচে জাপানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছিল মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন দল।
এশিয়া কাপের এই আসরকে মূলত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবেই ধরা হচ্ছে। ২০২০ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা বাংলাদেশ আরও একবার শিরোপার স্বাদ পেটে চায়। তার আগে এশিয়া কাপের শিরোপার দিকেও নজর রাব্বির দলের।
যে লক্ষ্যে জয় দিয়েই শুভসূচনা করেছে ভুব টাইগাররা। প্রথম ম্যাচে আগে ব্যাট করে সব কটি উইকেট হারিয়ে ২২৮ রান করেছিল বাংলাদেশ। জবাবে ১৬৭ রানে শেষ হয় স্বাগতিক আরব আমিরাতের ইনিংস।
বাংলাদেশ একাদশ: আশিকুর রহমান শিবলি (উইকেটকিপার), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রোহানাত দৌলা বর্ষণ ও ইকবাল হোসেন ইমন।
জাপান একাদশ: আদিত্য ফাডকে, নিহার পারমার, কোজি আবে (অধিনায়ক), কাজুমা কাটো স্ট্যাফোর্ড, সোতারো হিরাতসৌকা, চার্লস হিনজে, হুগো কেলি, কেইফার লেক, চিহায়া আরাকাওয়া (উইকেটকিপার), আরাভ তিওয়ারি ও হিরোতাকে কাকিনুমা।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :