AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুশফিকের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে মানববন্ধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বগুড়া
১২:৪৯ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৩
মুশফিকের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে মানববন্ধন

স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনে মুশফিকুর রহিমের বিরুদ্ধে করা ভিত্তিহীন প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন করেছে বগুড়ার ক্রিকেটপ্রেমীরা।

রোববার শহীদ চান্দু স্টেডিয়ামের বাউন্ডারি লাইনের বাইরে এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন পর্যায়ে খেলা তরুণ ক্রিকেটাররাও। প্রিয় ক্রিকেটারকে অবমাননাকারীকে বিসিবি’তে অবাঞ্চিত ঘোষণার দাবি জানিয়েছেন মুশফিকের ভক্তরা।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ চলাকালীন মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে অনেকেই সারিবদ্ধ হয়ে দাঁড়ান বাউন্ডারি লাইনের পাশে।

সম্প্রতি দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত ঘটনা মুশফিকুর রহিমের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনে করা একটি গণমাধ্যমের প্রতিবেদন। সমালোচনার ঝড় সামলাতে না পেরে ভিত্তিহীন সেই সংবাদটি নিজেদের প্রচার মাধ্যম থেকে সরিয়ে ফেলে ক্ষমাও চেয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি। এতেও যেন কমছে না ভক্তদের ক্ষোভের আগুন। বগুড়ায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে আরও একবার তীব্র নিন্দা জানিয়েছে অংশগ্রহণকারীরা।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ওই টিভি চ্যানেলকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মিস্টার ডিপেন্ডেবলের আইনজীবী। বিসিবি বসও শুনিয়েছেন কড়া কথা। তবে কেবল কথায় নয়, ভবিষ্যতে যেন এমন মিথ্যাচারে সিনিয়র ক্রিকেটারদের অসম্মান করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিসিবির কাছে দাবি জানিয়েছে জেলার ক্রিকেট সংশ্লিষ্টরা। সেই সঙ্গে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করায় জাতির কাছেও ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তারা।

প্রসঙ্গত, মিরপুর টেস্টে কিউইদের বিপক্ষে প্রথম দিনে ‘হ্যান্ডেলড দ্য বল’ আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। এরপরে ঘটনাটিকে স্পটফিক্সিং বলে অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রচারিত হলে প্রতিবেদকের বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!