আঙুলের চোটে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। সম্প্রতি আঙুলের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন টাইগার দলপতি। সেখানে এক অনুষ্ঠানে সাকিব বলেন, আগামী বিপিএল দিয়ে মাঠের খেলায় ফিরতে চান তিনি।
এদিকে সাকিবের অনুপস্থিতিতে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এমনকি নিউজিল্যান্ড সফরেও শান্তকে অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দীর্ঘ মেয়াদি নেতৃত্বে এখনও ভাবনায় নেই তিনি।
এখন পর্যন্ত সাকিবকেই তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে চাইছে বিসিবি। যদিও বিশ্বকাপের পর আর ওয়ানডে অধিনায়কত্ব না করার ইচ্ছের কথা জানিয়েছিলেন সাকিব। তবে তাকেই লম্বা সময়ের জন্য বোর্ড নেতৃত্বে চাইছে, এমনটি জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘এখানে পুনর্বিবেচনার বিষয় আসে না। সাকিব এখনও আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকে দিয়েছি, তাকে বলেছি শুধু দুইটা সিরিজ, নিউজিল্যান্ড সিরিজের জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। ’
সাকিবের অধিনায়কত্ব নিয়ে তিনি আরো বলেন, ‘সাকিবকে একটা লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন। লম্বা সময়ের অধিনায়কত্বের মধ্যে সব ফরম্যাটে এখনও সে অধিনায়ক। সাকিব আসলে আমরা ধরে নিচ্ছি সাকিবই অধিনায়ক। সামনের ফরম্যাটগুলো সে অধিনায়ক থাকবে কি থাকবে না এরকম প্রশ্ন কিন্তু উঠে না। আমরা জানি সে এখনও অধিনায়ক। ’
এরপর বোর্ডের চাওয়া নিয়ে জানতে চাইলে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, ‘আমরা যেহেতু তাকে অলরেডি ম্যান্ডেড দিয়েছি, আমরা চাই সে বাকিগুলো নিজে অধিনায়ক থাকুক। ’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :