চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সে সময় অনেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। তবে কঠোর পরিশ্রমে নিজেকে বদলে ফের জাতীয় দলে ফেরেন রিয়াদ। সেই ফেরাটাও হয়েছে রাজকীয়।
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার মিছিলে ব্যতিক্রম ছিলেন শুধু রিয়াদই। ব্যাটিং ও ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে সমালোচকদের থেকে আদায় করে নিয়েছেন প্রশংসা।
ওয়ানডে ক্রিকেটে স্বপ্নের মতো প্রত্যাবর্তন হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। যদিও বিশ্বকাপের শেষ ম্যাচে ইনজুরিতে পড়ায় নিউজিল্যান্ড সফরের দলে জায়গা হয়নি তার। ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় থাকা রিয়াদ অপেক্ষায় আছে আরও এক প্রত্যাবর্তনের।
এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে শেষবার টি-২০ খেলেছেন রিয়াদ। এরপর নেতৃত্বের পাশাপাশি জাতীয় দল থেকে জায়গাও হারান। ওয়ানডেতে রাজসিক প্রত্যাবর্তনের পর এবার কি টি-২০ ফরম্যাটেও ফেরানো হবে রিয়াদকে? - সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
মিরপুরে মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘পারফরম্যান্সের উপর নির্ভর করছে। যদি পারফরম্যান্স টি-২০ সুলভ থাকে, নির্বাচকরা আছেন, কোচ আছেন। তারা নিশ্চয়ই ওর পারফরম্যান্স মনিটর করবেন। যদি পারফরম্যান্স বলে ও ফিরতে পারে, হোয়াই নট?’
২০২৪ সালের জুন-জুলাইয়ে পর্দা উঠবে টি-২০ বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের আগে রিয়াদের সামনে দলে ফেরার সুযোগ করে দিতে পারে বিপিএলের দশম আসর।
আগামী জানুয়ারির ১৯ তারিখ শুরু হবে এবারের বিপিএল। যেখানে দারুণ কিছু করলে রিয়াদের সামনে ফের খুলে যেতে পারে জাতীয় দলের দরজা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :