AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২ ক্যাটাগরিতে মনোনয়ন পেলেন মেসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:০৯ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৩
২ ক্যাটাগরিতে মনোনয়ন পেলেন মেসি

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি এন্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) একটি সংগঠন। যারা ফুটবলে অবদান রাখায় ১৯৮৮ সাল থেকে সেরা ক্রীড়াবিদদের পুরস্কার দিয়ে আসছে। ২০২৩ সালে ফুটবলে অবদানের জন্য বেশকিছু বিভাগে সেরা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

আগামী বছরের জানুয়ারির শেষ দিকে এই ফলাফল প্রকাশিত হবে। সেরা খেলোয়াড়, সেরা উদীয়মান তারকা, সেরা প্লে-মেকার, সেরা গোলরক্ষক, সেরা জাতীয় দলের কোচ, সেরা ক্লাব দলের কোচ, সেরা রেফারি মোট ৭টি ক্যাটাগরিতে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আইএফএফএইচএস।

সংস্থাটির দুটি ক্যাটাগরিতে মনোনীতদের তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি। সেরা খেলোয়াড়ের তালিকায় মেসির সঙ্গে রয়েছেন জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইন, ক্রিস্টিয়ানো রোনালদো, ইকাই গুন্ডোগান, আরলিং হালান্ডের মতো খেলোয়াড়রা।

তালিকায় আরো রয়েছেন রদ্রি, বারনার্দো সিলভা, হ্যারি কেন, কিম মিন-জে, লউতারো মার্টিনেজ, নিকোলো বারেলা, কিলিয়ান এমবাপ্পে, জামাল মুসিয়ালা, মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকা, ভিক্টর ওসিমেন, ভিনিসিয়ুস জুনিয়র, ব্রুনো ফার্নান্দেস, মোহাম্মদ সালাহ, রোমেলু লুকাকু, আলফনসো ডেভিস, রুবেন দিয়াস, জার্মান ক্যানো ও আন্তোনিও গ্রিজম্যান।

সেরা প্লে-মেকারের মনোনীতদের তালিকাতেও জায়গা পেয়েছেন মেসি। তাকে এ পুরস্কারের জন্য লড়াই করতে হবে কেভিন ডি ব্রুইন, বারনার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, হাকান চালহানোগলু, ক্রিস্টিয়ান এরিকসেনের মতো তারকাদের সঙ্গে।

এছাড়াও এখানে আরো রয়েছেন- দুশান তাদিচ, সের্গেজ মিলিনকোভিচ, পেদ্রি, টনি ক্রুস, অ্যাঞ্জেল ডি মারিয়া, জামাল মুসিয়ালা, মার্টিন ওডেগার্ড, জুড বেলিংহাম, ট্রেন্ট আলেকজান্ডার, নিকোলো বারেলা, আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা, ডাইচি কামাদা, ফেদেরিকো ভালভার্দে ও জিওভানি রেইনা।

উদীয়মান তারকাদের মধ্যে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন তারকা আলেসান্দ্রো গার্নাচো। সেরা গোলরক্ষকের তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আরো আছেন এডারসন, আলিসন, আন্দ্রে ওনানার মতো তারকারা।

সেরা জাতীয় দলের কোচ হিসেবে জায়গা পেয়েছেন বিশ্বকাপজয়ী কোচ আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। তার সঙ্গে রয়েছেন দিদিয়ের দেশম, গ্যারেট সাউথগেট, রবার্তো মার্টিনেজ, মার্সেলো বিয়েলসার মতো মাস্টার মাইন্ডরা।

২০২২ সালের বর্ষসেরা ফুটবল খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। একই বছর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান তিনি।

আইএফএফএইচএস ফুটবলের ইতিহাস ও রেকর্ডগুলো ধারণ করে। ১৯৮৪ সালের ২৭ মার্চ এটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি বর্তমানে তাদের কার্যক্রম ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। বর্তমানে আইএফএফএইচএস-এর কাজকে স্বীকৃতি প্রদান করেছে ফিফা। যদিও ফুটবলের শীর্ষ সংস্থার সঙ্গে এই সংস্থার কোনো সম্পর্ক নেই।
 

একুশে সংবাদ/এস কে

Link copied!