২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন ভারতীয় ক্রিকেটার রিশাভ পান্ট। এরপর থেকেই মাঠের ক্রিকেটে অনুপস্থিত তিনি। এমনকি খেলতে পারেননি ২০২৩ সালের কোন সিরিজ বা টুর্নামেন্টও। তবে ভারতের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার আগামী বছরের আইপিএলে ফিরবে বলে আশ্বাস দিয়েছে তার দল দিল্লি ক্যাপিটালস।
জনপ্রিয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ‘দিল্লি ক্যাপিটালস আশা করছে আগামী ফেব্রুয়ারির আগেই পুরোপুরি সুস্থ হয়ে আইপিএলে খেলতে পারবেন পান্ট।’
আইপিএলে ফিরলেও পান্ট কিপিং করতে পারবেন কি-না তা এখনো জানা যায়নি। তবে তাকে অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে পেলেই খুশি বলে জানিয়েছে তার দল।
সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’কে দিল্লি ক্যাপিটালসের এক অফিশিয়াল বলেন, ‘সে (পান্ট) কিপিং না করলে অবশ্যই মাঠে থাকবে এবং অধিনায়কত্ব করবে।’
গত নভেম্বরেই অনুশীলন শুরু করেছিলেন পান্ট। তখনই তাকে মাঠে দেখার সম্ভাবনা দেখতে থাকেন দিল্লির ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলী, প্রধান কোচ রিকি পন্টিং এবং সহকারী কোচ প্রবীন আমর।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :