মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। সেই ম্যাচে একক আধিপত্য দেখায় দুই দলের বোলাররা। আক্ষরিক অর্থে মিরপুরের উইকেটে ব্যাটারদের জন্য কিছুই ছিল না।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) মিরপুরের উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আইসিসি। একই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে মিরপুরকে। এই সাজার বিরুদ্ধে চাইলে ১৪ দিনের মধ্যে আপিল করতে পারবে বিসিবি।
আইসিসি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার ও দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে মিরপুরের উইকেটকে ডিমেরিট পয়েন্ট প্রদান করে। ম্যাচ রেফারি ডেভিট বুন বলেন, ‘মিরপুরের আউটফিল্ড খুব ভালো থাকলেও উইকেট দেখে মনে হয়নি তা ম্যাচ খেলার জন্য প্রস্তুত ছিল। পিচ শক্ত ছিল না সঙ্গে অসম বাউন্স হয়। মাঝে মধ্যে বল খুব লাফিয়ে উঠছিল। স্পিনারদের ডেলিভারিও ব্যাটারদের কাঁধ পর্যন্ত উঠছিল।’
এর আগে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিল মিরপুরের উইকেট। ডিমেরেট পয়েন্ট পাঁচ বছর একটিভ থাকে। এই পাঁচ বছরের মধ্যে ছয়টি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়া হয় ওই স্টেডিয়ামকে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :