AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দল ছাড়ার ইঙ্গিত দিলেন নেইমার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৩ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৩
দল ছাড়ার ইঙ্গিত দিলেন নেইমার

গত মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি থেকে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তবে সেখানে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তার। দীর্ঘদিন ধরেই ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি।

এরই মধ্যে আল হিলাল ছাড়ার আভাস দিয়েছেন নেইমার। পুরনো ক্লাব সভাপতিকে ফোন দিয়ে নিজের জন্য জার্সি নম্বরও চূড়ান্ত করেছেন ব্রাজিলের পোস্টার বয়।

বেশ কিছু দিন আগে শীর্ষ লিগ থেকে অবনমন হয় ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের। দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া এই ক্লাবেই ফিরতে চেয়েছেন নেইমার, এমন দাবি করছেন ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো টেক্সইরা। নেইমার ফোন করে তার জন্য ১১ নম্বর জার্সিটি রেখে দিতে বলেছে বলেও জানিয়েছেন তিনি।

অবনমনে যাওয়ায় পর সান্তোস ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ১০ নম্বর জার্সি শীর্ষ লিগে না ফেরা পর্যন্ত কাউকে না 
দেওয়ার সিদ্ধান্ত নেয়। নেইমারও ১১ নম্বর জার্সিটা নিজের জন্য তুলে রাখতে সান্তোস ক্লাব প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছে।

সান্তোসের প্রেসিডেন্ট বলেন, আমাকে গতকাল নেইমার ফোন করেছিল। তিনি আমাকে বললেন, ‘প্রেসিডেন্ট, আপনি তো শীর্ষে লিগে না ফেরা পর্যন্ত ১০ নম্বর জার্সিটা অবসরে পাঠিয়েছেন। আমি না ফেরা পর্যন্ত ১১ নম্বর জার্সিটাও তুলে রাখুন।’ আমি তার কথা শুনে খুশি, আশাবাদীও।

সান্তোসে নেইমারের ফেরার অপেক্ষা করবেন বলে জানিয়েছেন মার্সেলো টেক্সাইরা। উল্লেখ্য, দুই বছরের চুক্তি শেষে ব্রাজিলের ক্লাব সান্তোসে যোগ দিতে পারেন নেইমার।


একুশে সংবাদ/এস কে  

Link copied!