মঙ্গলবার শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নিয়েছেন দেশটির নতুন ক্রীড়ামন্ত্রী। এমন সিদ্ধান্তের পরদিনই অর্থাৎ আজ নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে এসএলসি।
শ্রীলংকা জাতীয় দলের জন্য নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উপুল থারাঙ্গাকে। এছাড়াও নির্বাচক কমিটির বাকিরা হলেন—অজন্তা মেন্ডিস, ইন্ডিকা ডি সরম, থারাঙ্গা পরানাভিতানা ও দিলরুয়ান পেরেরা।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নতুন নির্বাচক কমিটি নিয়োগের বিষয়টি নিশ্চিত করে এসএলসি। তারা জানিয়েছে, নির্বাচক কমিটিকে দুই বছরের জন্য জাতীয় দল নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, নতুন নির্বাচক কমিটির প্রথম কাজ হবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের দল নির্বাচন। আগামী মাসে শ্রীলংকা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে জিম্বাবুয়ে। আইসিসির নিষেধাজ্ঞায় থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাধা নেই লংকানদের।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :