গত ২০ মে ফেডারেশন কাপের নাটকীয় ফাইনালে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর কোনো শিরোপা জিতেছিল মোহামেডান। আবার ফেডারেশন কাপ শুরু হচ্ছে। এবার একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুদল। তাদের গ্রুপ সঙ্গী চট্টগ্রাম আবাহনী ও চ্যাম্পিয়নশিপ লিগ থেকে ফেরা ব্রাদার্স ইউনিয়ন। প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ২২ ডিসেম্বর। এর চারদিন পর দশ দল নিয়ে ফেডারেশন কাপ।
দশ দলকে ভাগ করা হয়েছে তিন গ্রুপে। মোহামেডান আবাহনীর গ্রুপটিতে চার দল থাকলেও বাকি দুই গ্রুপে রয়েছে তিনটি করে ৬ দল। কাগজে কলমে সেরা দল বসুন্ধরা কিংস ‘সি’ গ্রুপে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফর্টিজ এফসিকে নিয়ে।
আর ‘এ’ গ্রুপে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, পুলিশ এফসি ও রহমতগঞ্জ এমএফএস। তিনটি ভেন্যুতে হবে এই আসর। লিগের ফাঁকে ফাঁকে মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ ও বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে খেলা। ফাইনাল ২৪ মে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :