AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুলদ্বীপের ঘূর্ণিতে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৩ এএম, ১৫ ডিসেম্বর, ২০২৩
কুলদ্বীপের ঘূর্ণিতে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারত জিতেছে ১০৬ রানে। এতে তিন ম্যাচের সিরিজটা ড্র হলো ১-১-এ। প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচটা জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। ৬ বলে ১২ রান করে আউট হয়ে যান ওপেনার শুভমন গিল। তিন নম্বরে নেমে তিলক বর্মা প্রথম বলেই আউট হয়ে যান। ২৯ রান ২ উইকেট হারানো ভারতের ভরসা হয়ে দাঁড়ান অধিনায়ক সূর্যকুমার যাদব এবং যশস্বী জয়সওয়াল। তারা ১১২ রানের জুটি গড়েন। যশস্বী ৬০ রান করে আউট হয়ে গেলেও সূর্য করেন ১০০ রান।

রিঙ্কু সিংহ শেষদিকে নেমে ১০ বলে ১৪ রান করেন। জীতেশ শর্মা হিট উইকেট হয়ে যান ৪ রানে। রবীন্দ্র জাদেজা ২ বলে ৪ রান করে রান আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ভারত তোলে ২০১ রান।

জবাবে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন। দ্বিতীয় ওভারেই ভারতকে প্রথম উইকেট এনে দেন মুকেশ কুমার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩.৫ ওভারেই থেমে যায় প্রোটিয়াদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ডেভিড মিলার।

ভারতের হয়ে কুলদীপ যাদব একাই নিয়েছেন ৫ উইকেট। জাদেজা নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট মুকেশ কুমার এবং আর্শদীপ সিংহের।

 একুশে সংবাদ/এস কে

Link copied!