তুরস্কের আঙ্কারাগুজু ক্লাবের সভাপতি ফারুক কোজা রেফারিকে ঘুষি মারার পরই গ্রেপ্তার হয়েছিলেন । এবার তাকে দেয়া হয়েছে কঠিন শাস্তি। ফুটবল থেকে কোজাকে আজীবন নিষিদ্ধ করেছে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)।
বিবৃতিতে টিএফএফ জানায়, আঙ্কারাগুজু ক্লাবকে ২০ লাখ লিরা জরিমানা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭৫ লাখ ৫২ হাজার টাকা। এমনকি ঘরের মাঠে পরের পাঁচ ম্যাচ খেলতে হবে দর্শক ছাড়াই। এছাড়া ঘুষি মারার সেই ঘটনায় ক্লাবের অন্যান্যদেরও বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা, জরিমানা ও সতর্ক করে দেয়া হয়েছে।
গত সোমবার রাতে আঙ্কারাগুজু ও রিজেসপোরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। টিভি ফুটেজে দেখা যায়, ৯৭ মিনিটে সমতায় ফেরা গোলের পর চূড়ান্ত বাঁশি বাজান রেফারি। ওই সময় মাঠে ঢুকে পড়েন আঙ্কারাগুজু ক্লাবের প্রধান ফারুক কোজা। দৌড়ে এসে তিনি রেফারি হালিল উমুত মেলেরের মুখে ঘুষি মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান হালিল। পরে তাকে ফোলা বাঁ-চোখ নিয়ে মাঠ ছাড়তে দেখা যায়।
এ ঘটনায় ৩৭ বর্ষী রেফারিকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। গত বুধবার অবশ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ফিফা ও উয়েফার তালিকাভুক্ত তুরস্কের অন্যতম নামী রেফারি হালিল
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :