ফিফা ফুটবল র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে বাংলাদেশ নারী ফুটবল দলের। ঘরের মাঠে সিঙ্গাপুরকে ২-০ ব্যবধানে হারিয়ে দুই ধাপ উন্নতি ঘটেছে টিম টাইগ্রেসদের। বর্তমানে সাবিনাদের অবস্থান ১৪০ নম্বরে। এদিকে প্রথমবারের মতো র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে বিশ্বকাপজয়ী স্পেন ফুটবল দল।
শুক্রবার ফিফার হালনাগাদকৃত র্যাংকিং অনুসারে এ তথ্য নিশ্চিত হয়েছে। গত আগস্টে ইংল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া স্পেন চতুর্থ দল হিসেবে র্যাংকিংয়ের চূড়ায় উঠলো।
একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। দুই ধাপ এগিয়ে তিনে অবস্থান ফ্রান্সের। অন্যদিকে এতদিন শীর্ষে থাকা সুইডেন নেমে গেছে পাঁচে। র্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি ইংল্যান্ডের। তারা আগরে মতোই রয়েছে চতুর্থ স্থানে। জার্মানি (ষষ্ঠ), নেদারল্যান্ডস (সপ্তম), জাপানও (অষ্টম) ধরে রেখেছে তাদের অবস্থান। উত্তর কোরিয়া নবম ও কানাডা দশম স্থানে আছে।
অন্যদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অবনমন হয়েছে। ১৯৯৫ সালের পর প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় দলটি দুই ধাপ পিছিয়ে অবস্থান করছে ১১ নম্বরে। আরেক দেশ আর্জেন্টিনার অবস্থান ৩১ নম্বরে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :