বিশ্বকাপ শেষে এখন ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে আলোচনা তুঙ্গে। বিশ্বকাপের পর্দা নামতেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স থেকে পুরোনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক। সেখানে যাওয়া কিছুদিনের মধ্যে দলটির নেতৃত্ব ভার বুঝে পেয়েছেন এই অলরাউন্ডার। স্বদেশি ওপেনিং ব্যাটার রোহিত শর্মার স্থলাভিষিক্ত হলেন তিনি।
শুক্রবার এক বিবৃতিতে হার্দিককে দলনেতা করার বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই। আইপিএলের ইতিহাসের সফলতম অধিনায়ক রোহিতের কাছ থেকে হার্দিকের কাঁধে উঠল দায়িত্ব।
২০১৩ সালে আসরের মাঝামাঝি সময়ে নেতৃত্ব পাওয়া রোহিত পাঁচটি শিরোপা জিতিয়েছেন মুম্বাইকে। ঐ আসরেই আইপিএলে অভিষেক হয়েছিল হার্দিকের।
নেতৃত্বের পরিবর্তন নিয়ে মুম্বাইয়ের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স ও শ্রীলংকার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘এটা হলো উত্তরসূরি নির্মাণের অংশ এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে মুম্বাই ইন্ডিয়ান্সের যে দর্শন রয়েছে সেটার প্রতি অটল থাকা। এই দর্শন মেনেই হার্দিক আইপিএলের ২০২৪ মৌসুমে মুম্বাইয়ের অধিনায়কত্ব গ্রহণ করবেন।’
বিদায়ী অধিনায়ক রোহিতকে ধন্যবাদও জানান তিনি, ‘আমরা রোহিতকে তার দুর্দান্ত নেতৃত্বের জন্য আমাদের কৃতজ্ঞতা জানাই। ২০১৩ সাল থেকে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে তার মেয়াদ অসাধারণের চেয়ে কম কিছু ছিল না। তার নেতৃত্ব শুধু দলকে অতুলনীয় সাফল্যই এনে দেয়নি, বরং আইপিএলের ইতিহাসের সেরা অধিনায়কদের একজন হিসেবে তার জায়গাও মজবুত করেছে।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :