গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় এ মাসের শেষে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
ফিটনেস সাপেক্ষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘোষিত টেস্ট দলে নেয়া হয়েছিল ৩৩ বছর বয়সী সামিকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সামির ছিটকে যাবার বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই, ‘ফিটনেস সাপেক্ষে টেস্ট দলে থাকা সামিকে ম্যাচ খেলার ছাড়পত্র দেয়নি বোর্ডের চিকিৎসক দল। এজন্য দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সামি।’
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা সামি ৭ ম্যাচ খেলে টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেন।
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের আগে লিগ পর্বে টানা ১০ ম্যাচ জিতেছিলো ভারত।
এদিকে, বিসিসিআই আরও জানিয়েছে- পারিবারিক জরুরি অবস্থার কারণে ওয়ানডে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পেসার দীপক চাহার।
চাহারের জায়গায় ওয়ানডে দলে সুযোগ হয়েছে আকাশ দীপের। বর্তমানে ভারত ‘এ’ দলের সাথে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন তিনি।
রোববার থেকে জোহানেসবার্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে বিশ্রাম দেয়ায় শেষ দুই ওয়নাডেতে খেলবেন না ব্যাটার শ্রেয়াস আইয়ার।
টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে শুক্রবার দেশ ছাড়েন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিন। ২০ থেকে ২২ ডিসেম্বর প্রিটোরিয়ায় তিনদিনের অনুশীলন ম্যাচে খেলবেন তারা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :