আগামী ৩১ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক কমিটির আরেক সদস্য হাবিবুল বাশারের মেয়াদ শেষ হচ্ছে। তাদের সঙ্গে ফের চুক্তি বাড়াবে নাকি অন্য কাউকে চায় বিসিবি, সেটি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আবার নির্বাচন প্যানেলে জায়গা পেতে হলে কি জাতীয় দলের সাবেক অধিনায়ক বা খেলোয়াড় হতে হবে?
এমন প্রশ্নে আজ শনিবার মিরপুরে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এই রকম আসলে কিছু নাই। পরিবর্তন হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। লম্বা সময় হয়েছে। সবসময়ই পরিবর্তন হওয়াটা ভালো। কিন্তু কাউকে দোষারোপ করে বাদ দেওয়া, মিথ্যা অপবাদ দিয়ে বাদ দেওয়া, এটা খুব খারাপ ঘটনা সৃষ্টি করবে।’
এর আগে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়ে জাতীয় দলের নির্বাচক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সাবেক টাইগার ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তাকে নিয়ে কি কিছু ভেবেছে বিসিবি?
আশরাফুল প্রসঙ্গে সরাসরি কিছু জানালেন না নাজমুল। তবে নির্বাচকের সম্ভাব্য তালিকা যারা তৈরি করবেন, তারা যদি আশরাফুলের নাম প্রস্তাব করেন তবে সেটা ভেবে দেখবে বিসিবি।
বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের একটা কমিটি আছে, ঐ কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। উনারা দেখবেন কারা কারা আগ্রহী প্লাস ওদের প্রেফারেন্স কী। সেটা নিয়ে বোর্ডে আলোচনা হবে। সেখান থেকে আমরা সিলেক্ট করব। আসলে কে কে হবে, কে আসবে, এই মুহূর্তে এটা বলা খুব কঠিন। তবে কারো যদি ইচ্ছা থাকে, তাহলে সে প্রকাশ করতে পারে। কোন সমস্যা নেই।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :