স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ভিয়ারিয়ালকে রীতিমতো বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার (১৭ ডিসেম্বর) রাতে সফরকারীদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে কার্লো আনচেলত্তির দল।
শীর্ষে ওঠার মিশনে প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক মাদ্রিদ। বিরতির পর ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেয় ভিয়ারিয়াল। যদিও পরে আর তেমন কিছু করতে পারেনি তারা। অনায়াস জয়ে নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে লা লিগার ইতিহাসে সবচেয়ে সফল দলটি।
গত সপ্তাহে রিয়াল বেতিসের মাঠে পয়েন্ট হারায় রিয়াল মাদ্রিদ। তবে ভিয়ারিয়ালের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে আবারও নিজেদের অবস্থান শক্ত করলো প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। এদিন জুড বেলিংহ্যাম দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।
দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের পরের গোল দুটি করেন ব্রাহিম দিয়াস ও লুকা মদ্রিচ। সফরকারীদের গোলটি করেন হোসে লুইস মোরালেস। এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪২। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে জিরোনা। একটি ম্যাচ অবশ্য কম খেলেছে তারা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :