AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৫ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করলেন মুলার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০৮ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৩
২০২৫ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করলেন মুলার

অভিজ্ঞ জার্মান এ্যাটাকার থমাস মুলার বায়ার্ন মিউনিখের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। বেভারিয়ান্স ক্লাবটি  এক বিবৃতিতে ক কথা জানিয়েছে।এ সম্পর্কে মুলার এক বিবৃতিতে বলেছেন, ‘এফসি বায়ার্নের সাথে আরো কিছুদিন থাকতে পেরে আমি দারুন খুশী। ক্যারিয়ারের বাকি সময়টা এই ক্লাবের হয়ে কাটিয়ে দিতে চাই। আমি জানি এই যাত্রায় পুরো দল আমাকে দারুনভাবে সহযোগিতা করেছে।’

এ মৌসুমের শেষে বায়ার্নের সাথে মুলারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবার কথা ছিল।

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টওর ক্রিস্টোফ ফ্রেয়াড বলেছেন মাঠ ও মাঠের বাইরে মুলার একজন সত্যিকারের নেতা। সবসময়ই সে অন্য খেলোয়াড়দের জন্য একজন রোল মডেল হিসেবে নিজেকে প্রমান করেছেন। পুরো দলে তার মত একজন মূল্যবান খেলোয়াড়ের প্রয়োজন রয়েছে।’

এ মৌসুমে বেশ কয়েকবার অধিনায়কের আর্মব্যান্ড পড়েছেন মুলার। তারপওর কোচ থমাস টাচেলের বিবেচনায় ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ এ্যাটাকার খুব একটা মূল দলে খেলার সুযোগ পাননি। এ পর্যন্ত মাত্র লিগে  পাঁচ  ম্যাচে তিনি মূল একাদশে খেলেছেন।

বেভারিয়ান্স জায়ান্টদের হয়ে নিজেকে একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মুলার। ২০০০ সালে মাত্র ১০ বছর বয়সে নিজ শহরের ক্লাব টিএসভি পাহেলের থেকে বায়ার্নে যোগ দেবার পর দুই দশকেরও বেশী সময় এখানে কাটিয়ে দিয়েছেন। দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী মুলার এ পর্যন্ত ১২টি বুন্দেসলিগা শিরোপা জয় করেছেন। বায়ার্নের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ৬৮৪ ম্যাচে ২৩৭ গোল করা ছাড়াও ২৬১টি এ্যাসিস্ট করেছেন।

সাবেক গোলরক্ষক সেপ মায়ার শুধুমাত্র তার থেকে বেশী ম্যাচ খেলেছেন। এছাড়া গার্ড মুলার (৫৬৮) ও রবার্ট লিওয়ানদোস্কি (৩৪৪) বায়ার্নের জার্সিতে তার থেকে বেশী গোল করেছেন।

২০১০ সালের মার্চে জার্মান জাতীয় দলে প্রথম ডাক পান। আর্জেন্টিনার বিপক্ষে ঐ ম্যাচটিতে জার্মানী ১-০ গোলে পরাজিত হয়েছিল। এরপর থেকে এ পর্যন্ত ১২৬টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ৪৫টি। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন মুলার।

২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবার পর মুলারও জার্মানীর জার্সি তুলে রাখেন। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশাজনক বিদায়ে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ছিলেন।  যদিও সেপ্টেম্বরে আবারো তিনি জাতীয় দলে ফিরে আসেন। ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে তিনি গোল করেছিলেন। সাবেক বায়ার্ন বস জুলিয়ান নাগলনম্যানের অধীনে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে আগামী বছর ঘরের মাঠে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান।

এর আগে নভেম্বরে মুলারের অধিনায়ক ও দীর্ঘদিনের সতীর্থ ৩৭ বছর বয়সী ম্যানুয়ের নয়্যারও বায়ার্নের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছেন।

একুশে সংবাদ/এস কে

Link copied!