সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে জয় নেই লিভারপুলের। অবশেষে কাঙ্ক্ষিত জয়ের স্বাদ পেল লিভারপুল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে গোল বন্যায় ভাসিয়ে লিগ কাপের সেমিফাইনালে জায়গা করে নিল ইয়ুর্গেন ক্লপের দল।
অ্যানফিল্ডে গতরাতে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলে উড়িয়ে দেয় লিভারপুল। দলটির হয়ে জোড়া গোল করেন কার্টিস জোনস। একবার করে জালের দেখা পান ডোমিনিক সোবোসজালাই, কোডি গাকপো ও মোহামেদ সালাহ।
রেকর্ড ১৯তম বার টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেওয়া লিভারপুল শুরু থেকেই চালায় আক্রমণ। তাতে ২৮ মিনিটে ডোমিনিকের গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দুই দল মিলিয়ে বাকি পাঁচটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
৫৬ মিনিটে জোনস ব্যবধান দ্বিগুণ করেন। ৭১ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে আরেকবার উল্লাসে ভাসান গাকপো। ৬ মিনিট পর জেরড বোয়েনের গোলে ব্যবধান কমায় ওয়েস্ট হ্যাম। একটু পরপর দুই মিনিটের মধ্যে দুই গোল হজম করে তারা। ৮২ মিনিটে মিশরীয় তারকা সালাহর পর ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন জোনস।
নয়বারের লিগ কাপ চ্যাম্পিয়ন লিভারপুল ফাইনাল ওঠার লড়াইয়ে আগামী জানুয়ারিতে ফুলহ্যামের মুখোমুখি হবে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :