গত ওডিআই বিশ্বকাপে একেবারেই ভালো পারফরম্যান্স ছিল না ইংল্যান্ডের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। বিশ্বকাপের আগেই অবসর ভেঙে ওয়ানডে ফর্ম্যাটে ফেরেন বেন স্টোকস। তবে বিশ্বকাপে তাঁর সুনাম অনুযায়ী একেবারেই পারফরম্যান্স করতে পারেননি বেন স্টোকস। যার পিছনে চোট অন্যতম কারণ হিসেবেই মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে জোফ্রা আর্চারকে রিজার্ভ হিসেবে ভারতে নিয়ে আসা হলেও তাঁর চোট না সারার ফলে আর তাঁকে খেলানো সম্ভব হয়নি। সামনের বছর অর্থাৎ ২০২৪ সালে আমেরিকা এবং ক্যারিবিয়ানে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে এই দুই ক্রিকেটারকে সম্পূর্ণভাবে ফিট হতে যথেষ্ট সময় দিতে রাজি সাদা বলের ফর্ম্যাটে ইংল্যান্ডের কোচ ম্যাথু মট।
বেন স্টোকসের সমস্যা রয়েছে তাঁর হাঁটু নিয়ে। অস্ত্রোপচারও হয়েছে তাঁর। ধীরে ধীরে সেরে উঠছেন তারকা। ২৮ বছর বয়সী জোফ্রা আর্চার তাঁর কেরিয়ারে বিভিন্ন রকম চোটের সমস্যাতে ভুগেছেন। বর্তমানে তিনি ভুগছেন কাঁধের চোটের দীর্ঘদিনের সমস্যা নিয়ে। টি-২০ ফর্ম্যাটে এই দুই ক্রিকেটারের আলাদা গুরুত্বের কথা জানিয়েছেন মট। তিনি আরো জানিয়েছেন আগামী বছর তাদের খেতাব ধরে রাখার লড়াইতে তিনি এই দুই ক্রিকেটারের জন্য দলে দুটি স্পট ফাঁকা রাখতেও রাজি। তিনি তাদের যথেষ্ট সময় দিতে চান যাতে তাঁরা সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারে।
আইসিসিকে এক সাক্ষাৎকারে মট জানিয়েছেন, `এই দুজন (স্টোকস, আর্চার) অসাধারণ দুই ক্রিকেটার। বেন স্টোকসের ম্যাচ জেতানোর অভূতপূর্ব অলরাউন্ড ক্ষমতা রয়েছে। পাশাপাশি প্রথম ছয়ে একজন সিম বোলারের অপশনও দেয় বেন স্টোকস। যা দলের ভারসাম্য রক্ষা করতে খুব গুরুত্বপূর্ণ। ফলে দল নির্বাচন ও বেশ সহজ হয়ে যায়। আর সেই কারণেই আমি ওদের জন্য অপেক্ষা করব যাতে ওঁরা সম্পূর্ণ সুস্থ হতে পারে।`
জোফ্রা আর্চারের কথা বলতে গিয়ে মট বলেন, `আমি যদি জোফ্রার কথা বলি ওঁর হাতে আগুনে গতি (বক্স অফিস পেস) রয়েছে। বলের গতির ভালো পরিবর্তন করতে পারে। ইনিংসের যে কোনও ওভার বল করতে পারে। ইনিংসের শেষ ওভার কিংবা সুপার ওভার সবক্ষেত্রেই বোলিংয়ে পারদর্শী জোফ্রা। মাঠে জোফ্রাকে পাওয়াটা বিরাট বিষয়। আশা করি সবাই বিষয়টা জানে এবং আমার সঙ্গে সহমতও হবে।`
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :