AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উরুগুয়ের বিপক্ষে জয় তুলে নিলো আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:২২ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৩
উরুগুয়ের বিপক্ষে জয় তুলে নিলো আর্জেন্টিনা

চলতি বছরটা দারুণ কাটাচ্ছে আর্জেন্টিনা। সিনিয়র দলের পাশাপাশি আলবিসেলেস্তেদের যুব দলও চলতি বছর উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এছাড়া নারী দলের জন্যও বছরটা ছিল মনে রাখার মতো।

বছরের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। প্রতিবেশী রাষ্ট্রটিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। 

উরুগুয়ের নারীদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। উল্টো ফ্রি-কিক থেকে প্রথমে গোল হজম করে তারা। উরুগুয়ের জুলিয়েটা প্যাচিয়েল্লো দুর্দান্ত এক গোল করে দলকে লিড এনে দেন।

এরপরই চমক দেখায় আর্জেন্টিনা। টানা তিনটি গোল করে তারা। দ্বিতীয়ার্ধে মারিয়া ডলরেজ ডেলগাডোর গোলে ম্যাচে সমতায় ফেরায় আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ নারী দল। নিজেদের দ্বিতীয় গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের।

জুয়ানা ময়ানোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের অতিরিক্ত সময়ে আরো একটি গোলের দেখা পায় আর্জেন্টিনা। মরেনা ফানেগা একেবারে শেষ মুহূর্তে গোলের দেখা পেলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।


একুশে সংবাদ/এস কে 

Link copied!