AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আউটের ভয়ে যে কাণ্ড করলেন রউফ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫৪ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৩
আউটের ভয়ে যে কাণ্ড করলেন রউফ

ক্রিকেটাররাও এখন রীতিমত ভীত আইসিসির এই অদ্ভূত আউট নিয়ে। ভীতির মাত্রা এমনই বেশি, এবার প্যাড ছাড়াই বাইশ গজে নেমে গেলেন পাকিস্তানি পেসার হারিস রউফ। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজ লিগ বিগ ব্যাশে সময়মত ক্রিজে উপস্থিত হতেই প্যাড ছাড়াই উপস্থিত হন এ বোলার।

মেলবোর্ন স্টার্সের ক্রিকেটাররা ইনিংসের শেষ দিকে এসে এতই দ্রুত আউট হয়েছেন যে, পরবর্তী ব্যাটসম্যান হিসেবে নামার জন্য ন্যূনতম প্রস্তুত হওয়ার সময়টুকুও পাননি রউফ। টাইমড আউটের শঙ্কায় বাধ্য হয়ে প্যাড ছাড়াই নেমে পড়তে বাধ্য হন রউফ। ড্যানিয়েল স্যামসের করা শেষ ওভারে টানা ৪ বলে ৪ উইকেট পড়ে মেলবোর্নের।

এদিন আগে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ৫ উইকেটে হারিয়ে ১৬৮ রান তুলে ফেলেছিল স্টার্স। কিন্তু শেষ ২ ওভারে শুরু হয় ধ্বংসযজ্ঞ। আর শেষ ওভারে টানা ৪ উইকেটেরই পতন হয়।

শুরু বিউ ওয়েস্টারকে দিয়ে। পরের বলে উসামা মির ক্যাচ দিয়ে আউট হন। এরপর রান আউট হন মার্ক স্টেকেটে। এতকিছুর পর অনেকটা দৌড়েই ক্রিজে চলে আসেন পাকিস্তানি পেসার রউফ।  তবে তার ভাগ্যটা ভাল। এসেছিলেন ইনিংসের শেষ বলে। তাতে লিয়াম ডসনও আউট হন। স্বাভাবিকভাবেই রউফকে আর অন্য প্রান্তে যেতে হয়নি। কিন্তু শেষ বলটি নো হলে এবং তাতে ১ রান হলে হারিসকে কিছুটা বিপাকেই পড়তে হতো।

 
একুশে সংবাদ/এস কে

Link copied!