বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয় দিয়ে শুরু করল শেখ রাসেল ক্রীড়া চক্র। শনিবার দ্বিতীয় দিনে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে শেখ জামালের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে আসর শুরু করল শেখ রাসেল। দশজনের দলে পরিণত হওয়া শেখ জামাল দ্বিতীয়ার্ধে ফিরে এলেও পেরে ওঠেনি শেখ রাসেলের সঙ্গে।
ম্যাচের পঞ্চম মিনিটেই শেখ রাসেল খেলায় এগিয়ে যায় সেলেমানি লান্দ্রির গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মাহমুদুল কিরণ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় শেখ জামাল।
কিছুটা চাপে পড়ে যাওয়া শেখ জামালকে আরো চেপে ধরে শেখ রাসেল। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই আতান্দা ওগুঙ্গবের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি।
৫৮ মিনিটে দুর্দান্ত দলগত আক্রমণের ফল হিসেবে গোল করেন শোখরুখবেক খোলমাতভ। তাতে কিছুটা হলেও ম্যাচে ফেরে শেখ জামাল।
পরের সময়টুকুতে জোর চেষ্টা চালিয়েও আর গোল শোধ করতে পারেনি শেখ জামাল। ২-১ ব্যবধানের হার দিয়ে বিপিএলের এবারের আসর শুরু করতে হলো তাদের।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :