ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ভিন্ন ম্যাচে মাঠে নামবে বেশ কিছু বড় দল। যেখানে আছে লিভারপুল ও ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় বার্নলির বিপক্ষে নামবে অলরেডস। রাত দুইটায় অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে রেড ডেভিলসরা।
মৌসুমের মাঝ পথে এসে লিভারপুলকে টেবিলের শীর্ষস্থান হাতছানি দিয়ে ডাকছে। বার্নলিকে হারালেই আর্সেনালকে টপকে যাবে অলরেডরা। টানা ১১ লিগ ম্যাচ অপরাজিত থেকে রীতিমতো উড়ছে দলটি। বক্সিং ডে ম্যাচের পরিসংখ্যানও এগিয়ে রাখছে তাদের।
২০১৩ সালের পর এই বিশেষ দিনে ৬ ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। প্রতিপক্ষ বার্নলি বলেই জয়ের পালে হাওয়া দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। আটবারের সফরে টার্ফমুর থেকে সাতবারই জয় নিয়ে ফিরেছে সাবেক চ্যাম্পিয়নরা। ১৮ ম্যাচে ১৩ পরাজয়ে টেবিলের তলানীতে বার্নলি।
এ ম্যাচেও ম্যাক অ্যালিস্টার, দিয়েগো জোতা ও অ্যান্ড্রু রবার্টসনকে পাবে না লিভারপুল। হাঁটুর ইনজুরিতে অনিশ্চিত লুইস দিয়াজ। অন্যদিকে কঠিন পরীক্ষার সামনে ম্যানচেস্টার ইউনাইটেড। ধুঁকতে থাকা রেড ডেভিলদের এবারের চ্যালেঞ্জ মৌসুমের চমক অ্যাস্টন ভিলা।
চলতি লিগে ৮ হারে বিপর্যস্ত ইউনাইটেড। ১৯৬২ সালের পর প্রথমবার ওল্ড ট্র্যাফোর্ডে চোখ রাঙ্গাচ্ছে টানা তিন পরাজয়। সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটা ১৩। তবে এখনই হাল ছাড়তে নারাজ কোচ এরিক টেন হাগ।
ইউনাইটেড কোচ এরিক টেন হাগ বলেছেন, সমর্থকরা হতাশ আর এটাই স্বাভাবিক। সবকিছু আমাদেরকেই ঠিক করতে হবে। আমাদের বুঝতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্যান্ডার্ড কি? একটা দল হয়ে খেলতে হবে, জিততে হবে। প্রত্যেকটা ফুটবলারকে দায়িত্বের শতভাগ দিতে হবে।
রেড ডেভিলদের বিপরীতমুখি অবস্থানে অ্যাস্টন ভিলা। টানা দশ ম্যাচ জিতে ফর্মের তুঙ্গে উনাই এমেরির দল। ৩৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে। আছে শীর্ষে ওঠার হাতছানি। সেজন্য নিজেদের জয়ের পাশাপাশি পয়েন্ট হারাতে হবে লিভারপুলকে।
পরিসংখ্যানে অবশ্য ইউনাইটেডের পক্ষে। লিগে ৫৬ দেখায় অ্যাস্টন ভিলার কাছে মাত্র ৫বার হেরেছে রেড ডেভিলস। যার দুটি অবশ্য শেষ চার দেখায়। অসুস্থতা কাটিয়ে ফিরতে প্রস্তুত অ্যান্থনি মার্শিয়াল ও রাফায়েল ভারানে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :