AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যতদিন বাঁচব ক্রিকেটের সঙ্গেই থাকব : নান্নু


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:১৫ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৩
যতদিন বাঁচব ক্রিকেটের সঙ্গেই থাকব : নান্নু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রায় ৮ বছর ধরে আছেন এই পদে। সবমিলিয়ে ১০ বছরের বেশি সময় ধরে জাতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক পদে আছেন তিনি।

আগামী ৩১ ডিসেম্বর বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে প্রধান নির্বাচক নান্নু ও হাবিবুল বাশারের। তবে এখনো পরিষ্কার নয় তাদের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ বাড়ছে কিনা। জাতীয় নির্বাচনের পর বোর্ড সভায় এই ব্যাপারে নেয়া হবে সিদ্ধান্ত। তার আগে মঙ্গলবার নিজের বাসায় গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মিনহাজুল আবেদিন।

এদিন গণমাধ্যমকে নান্নু বলেন, ‘আমাদের প্রতি বছর এভাবেই যাচ্ছে, দশ বছর ধরে কাজ করছি। কোন সময় বলে নাই চুক্তি শেষ। বোর্ড মিটিং ছাড়া এটা সিদ্ধান্ত নিতে পারে না। এমনও হয়েছে এক বছর কাজের পর চুক্তি সই হয়েছে। বোর্ড সভায় সিদ্ধান্ত হবে রাখবে কি রাখবে না।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন জানিয়ে নান্নু বলেন, ‘তখন (যদি মেয়াদ না বাড়ে) আমি পরিকল্পনা করব। বোর্ড তো আমাকে কিছু জানায়নি। মাননীয় বোর্ড সভাপতি যখন আমাকে বলবেন কন্টিনিউ করছি না তখন আমি ভাবব। আমাকে তো কিছু করতে হবে। কারণ ক্রিকেট নিয়ে তো সারাজীবন পার করে দিয়েছি। যে কয়দিন বাঁচব কিছু তো করে যেতে হবে, ক্রিকেটের সঙ্গেই থাকব।’

৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত কাজ করে যাবে বর্তমান নির্বাচক কমিটি।

 
একুশে সংবাদ/এস কে 

Link copied!