AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগামী বছর যে সব তারকার চুক্তি শেষ হচ্ছে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫৬ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৩
আগামী বছর যে সব তারকার চুক্তি শেষ হচ্ছে

বড়দিন ও নতুন বছরকে সামনে রেখে পুরো বিশ্বেই এখন চলছে একটি উৎসবের আমেজ। ফুটবল বিশ্বও এর ব্যতিক্রম নয়। শুধুমাত্র প্রিমিয়ার লিগ ছাড়া ইউরোপের শীর্ষ অন্যান্য লিগগুলোতে চলছে শীতকালীন ছুটি। কিন্তু এই উৎসবের আমেজ শেষ হতে না হতেই আগামী মাসে শীতকালীন ট্রান্সফার উইন্ডোর দরজা উন্মুক্ত হয়ে যাচ্ছে। দলগুলোকে তাই ছুটির মাঝেও ট্রান্সফার নিয়ে বাড়তি চিন্তা করতেই হচ্ছে।

আর্সেনাল, বায়ার লেভারকুজেন, জিরোনা নিজ নিজ লিগে শিরোপা জয়ের পথে মৌসুমের অর্ধেক সময় এগিয়ে থাকার পর এখন শেষটাও ভালভাবেই সম্পন্ন করতে চায়। অন্যদিকে লিঁও, বার্নলি, এম্পোলির মত দলগুলোকে রেলিগেশনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হচ্ছে।

ইতোমধ্যেই আগামী বছর যাদের সাথে ক্লাবের চুক্তি শেষ হয়ে যাচ্ছে তারা সমঝোতার আলোচনা শুরু করেছে। জানুয়ারিতে তারা সকলেই ফ্রি ট্রান্সফারে পরিনত হবেন। যে কারনে যেকোন ক্লাবই তাদের সাথে আলোচনা করতে পারবে। ট্রান্সফারের আইনানুযায়ী নিজ নিজ ক্লাবের তুলনায় এ সময় তারা আগ্রহী ক্লাবগুলোর কাছে আরো বেশী পরিমান অর্থও দাবী করতে পারবে। এ কারনে ছয়মাস আগেই খেলোয়াড়দের সাথে সাধারনত চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে আলোচনা চূড়ান্ত করে ফেলে সংশ্লিষ্ট ক্লাবগুলো।

আগামী মৌসুম শুরুর আগে যে সকল খেলোয়াড়দের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে :

১. কিলিয়ান এমবাপ্পে (পিএসজি) : গত দুই মৌসুম ধরেই কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়া নিয়ে জোড় আলোচনা ছিল ট্রান্সফার বাজারে। এবার তার দলবদল অনেকটাই নিশ্চিত। যে কারনে পিএসজিও এখন পর্যন্ত সেভাবে কোন আলোচনার ইঙ্গিত দেয়নি। যদিও একটি সূত্র জানিয়েছে ২০২৫ সাল পর্যন্ত এমবাপ্পের সাথে তারা চুক্তি নবায়ন করতে চায়। আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত, সাথে এক বছরের নবায়নের শর্ত ছিল। ইতোমধ্যেই এই ফরাসি তারকা ক্লাবকে নবায়ন না করার বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ইএসপিন’র একটি সূত্র জানিয়েছে রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে।

২. আদ্রিয়েন রাবিয়ত (জুভেন্টাস) : পিএসজিতে অনিয়মিত হয়ে বদলী বেঞ্চে চলে যাবার পর ইতালিতে নিজের ক্যারিয়ারকে আবারো নতুনভাবে গড়ে তলেছেন এই ফ্রেঞ্চম্যান। যদিও আগামী বছর তার সাথে জুভেন্টাসের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি তার চুক্তি বৃদ্ধির বিষয়ে বেশ আশাবাদী। ২৮ বছর বয়সী আদ্রিয়েন এখনো ইউরোপে শীর্ষ কিছু ক্লাবের নজড়ে আছেন।

৩. এন্থনি মার্শাল (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০১৬ সালে এএস মোনাকো থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবার পর এন্থনি মার্শালকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ইংল্যান্ডে তার ক্যারিয়ার বেশ চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। গত বছর ধারে সেভিয়ায় খেলতে গিয়েছিলেন। তবে ইউনাইটেডে নতুন মালিক আসার পর তার চুক্তি যে নবায়ন হচ্ছেনা তা অনেকটা নিশ্চিত হওয়া গেছে।

৪. টনি ক্রুস/লুকা মড্রিচ (রিয়াল মাদ্রিদ) : দীর্ঘ সময়ের দুই অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস ও লুকা মড্রিচের সাথে চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেনতিনো পেরেজ বেশ দ্বিধায় পড়েছেন। সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোতে লস বøাঙ্কোসরা বেশ সতর্কতার সাথে সিদ্ধান্ত নিয়েছে। এ সময় তারা দলে নিয়েছেন ফেডে ভালভার্দে, অরেলিয়েন টিচুয়ামেনি, এডুয়ার্ডো কামভিনগা ও জুড বেলিংহামের মত তারকাদের। আর এতেই অভিজ্ঞ দুই মিডফিল্ডারকে ছেড়ে দেয়া সহজ হবে মাদ্রিদের।

৫. জর্জিনহো (আর্সেনাল) : এ বছরের জানুয়ারিতে এই ইতালিয়ান মিডফিল্ডারের লন্ডনে আসার সিদ্ধান্ত ছিল একেবারেই অপ্রত্যাশিত। উত্তর লন্ডনের ক্লাবটির সাথে জর্জিনহো সংক্ষিপ্ত চুক্তিতে স্বাক্ষর করেন যা আগামী বছর শেষ হয়ে যাচ্ছে। যদিও মিকেল আর্তেতার দলে নিজেকে নিয়মিত করতে পারেননি। বিশেষ করে এবারের গ্রীষ্মে ডিক্লান রাইসের সাথে চুক্তি ও থমাস পার্টির দলভূক্তি, এসবই জর্জিনহো বিদায় নিশ্চিত করেছে।

 
একুশে সংবাদ/এস কে

Link copied!