AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলের সূচিতে পরিবর্তন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:২৩ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৩
বিপিএলের সূচিতে পরিবর্তন

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের কারণে ঘরোয়া লিগ ও টুর্নামেন্টের সূচিতে দুই সপ্তাহ বিরতি রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপরও নির্বাচনের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় রাউন্ডের সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ফুটবল ফেডারেশন।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর যথাক্রমে রহমতগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম আবাহনী বনাম বসুন্ধরা কিংসের খেলা ছিল। নির্বাচন উপলক্ষে মুন্সিগন্জ স্টেডিয়ামে ২৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যগণ অবস্থান করবেন।

আর এ কারণে ৩০ ডিসেম্বর চট্টগ্রাম আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচটি মুন্সিগঞ্জের পরিবর্তে কিংস অ্যারেনায় বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যু মুন্সিগন্জ। জাতীয় স্বার্থে চট্টগ্রাম আবাহনী হোম ম্যাচের পরিবর্তে অ্যাওয়ে ম্যাচ আগে খেলতে সম্মত হয়েছে।

জাতীয় স্বার্থে হোম-অ্যাওয়ে অদল বদলের এই পরিবর্তনকে সামনে অন্য দল অন্য উদাহরণ হিসেবে দাঁড় করায় কি না সেটাই দেখার বিষয়। চট্টগ্রাম আবাহনী অনেকটা সহজে রাজী হলেও ফেডারেশনকে ঝক্কি পোহাতে হয়েছে ব্রাদার্স রহমতগঞ্জ ম্যাচ নিয়ে।

রহমতগঞ্জ ২৯ ডিসেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর রাজশাহীতে অ্যাওয়ে এমনকি নির্বাচনের পরেও এই ম্যাচ খেলতে সম্মত থাকলেও ব্রাদার্স ইউনিয়ন ২৯ ডিসেম্বর মুন্সিগঞ্জেই খেলার ব্যাপারে অনড় ছিল। ফেডারেশন ২৯ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় ম্যাচ খেলার প্রস্তাব দিলে দুই দলই আপত্তি জানায়।

শেষ পর্যন্ত ম্যাচের দিন ও ভেন্যু ঠিক রেখে এক ঘন্টা সময় এগিয়ে দেড়টা করা হয়েছে। শুক্রবার জুম্মার দিন দেড়টায় খেলতে হবে দুই দলকে।

নির্বাচন কমিশন নির্বাচনী কাজে অনেক সময় স্টেডিয়াম স্থাপনা ব্যবহারের নির্দেশ দেয়। বাফুফে চার স্টেডিয়ামে (মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী ও গোপালগঞ্জ) নির্বাচনী কাজে ব্যবহার না করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করে চিঠি দিয়েছিল।
 
একুশে সংবাদ/এস কে

Link copied!