AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টির জন্য খেলা বন্ধ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:৫৯ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৩
মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টির জন্য খেলা বন্ধ

মাউন্ট মঙ্গানুইয়ের মেঘে ঢাকা আকাশ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরতে শুরু করেছে। তাতে আপাতত বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি।

মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি নামার আগে নিউজিল্যান্ডকে দমিয়ে রেখেছিল টাইগার বোলাররা। শুরুর ধাক্কা সামলিয়ে অবশ্য সেইফার্টের ব্যাটে উড়ছিল কিউইরা। তবে তার বিদায়ের পর ফের রানের গতি থেমে যায় দলটির।

খেলা বন্ধ ঘোষণার আগে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১১ ওভারে দুই উইকেটে ৭২ রান। মিচেল ১৮ ও ফিলিপস ৯ রানে অপরাজিত আছেন।

এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিউইদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। তবে শুরুতেই এ জুটিতে আঘাত হানেন শরিফুল ইসলাম।

ম্যাচের দ্বিতীয় ওভারে রিশাদ হোসেনের ক্যাচ বানিয়ে অ্যালেনকে সাজঘরের পথ দেখান শরিফুল। আউট হওয়ার আগে ২ রান করেন তিনি।

এরপর উইকেটে আসেন ড্যারিল মিচেল। তার সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন সেইফার্ট। তবে ঝোড়ো গতিতে রান তোলা এ জুটিতে আঘাত হানের তানজিম হাসান।

ম্যাচের অষ্টম ওভারে সাকিবের লেংথ বলে মিড অফে শান্তর তালুবন্দী হন সেইফার্ট। সাজঘরে ফেরার আগে ৪২ রান করেন এ ডানহাতি ব্যাটার।

পরে বাইশ গজে আসেন গ্লেন ফিলিপস। তাকেসঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছিলেন মিচেল। এরই মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি হানা দেয়।

 
একুশে সংবাদ/এস কে 

Link copied!