মেলবোর্নের বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পিছিয়ে পড়ল পাকিস্তান। বলা বাহুল্য, পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় নিশ্চিত করার পরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ টেবিলে বড়সড় লাফ দেয় অজিরা।
মেলবোর্ন টেস্টে জয়ের সুবাদে মূল্যবান ১২ পয়েন্ট সংগ্রহ করে অস্ট্রেলিয়া। সেই সুবাদে ৭ ম্যাচে ৪টি জয়-সহ তাদের সংগৃহীত পয়েন্ট দাঁড়ায় ৪২। অস্ট্রেলিয়া ৫০ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করে। আপাতত পাঁচ থেকে একলাফে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে অজিরা।
পাকিস্তান ৪ ম্যাচের ২টিতে পরাজিত হয়। তাদের সংগ্রহে রয়েছে ৪৫.৮৩ শতংশ হারে ২২ পয়েন্ট। আসলে পাকিস্তানের ২ পয়েন্ট কাটা গিয়েছে স্লো ওভার-রেটের জন্য। পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে দুই থেকে পিছিয়ে ৫ নম্বরে চলে যায়। অর্থাৎ, বক্সিং ডে টেস্টের ফলাফলের নিরিখে টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ টেবিলে বড়সড় রদবদল ঘটে।
এদিকে সেঞ্চুরিয়ন টেস্টে ভারতকে হারানোর সুবাদে দক্ষিণ আফ্রিকা ১০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করে। যেহেতু পয়েন্টের নিরিখে নয়, বরং পয়েন্ট সংগ্রহের শতকরা হারের নিরিখে টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারিত হয়, তাই আপাতত লিগ টেবিলের মগডালে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল:-
১. দক্ষিণ আফ্রিকা- ৩ ম্যাচে ১০০ শতাংশ হারে ১২ পয়েন্ট।
২. নিউজিল্যান্ড- ২ ম্যাচে ৫০ শতাংশ হারে ১২ পয়েন্ট।
৩. অস্ট্রেলিয়া- ৭ ম্যাচে ৫০ শতাংশ হারে ৪২ পয়েন্ট।
৪. বাংলাদেশ- ২ ম্যাচে ৫০ শতাংশ হারে ১২ পয়েন্ট।
৫. পাকিস্তান- ৪ ম্যাচে ৪৫.৮৩ শতংশ হারে ২২ পয়েন্ট।
৬. ভারত- ৩ ম্যাচে ৩৮.৮৯ শতাংশ হারে ১৪ পয়েন্ট।
৭. ওয়েস্ট ইন্ডিজ- ২ ম্যাচে ১৬.৬৭ শতাংশ হারে ৪ পয়েন্ট।
৮. ইংল্যান্ড- ৫ ম্যাচে ১৫ শতাংশ হারে ৯ পয়েন্ট।
৯. শ্রীলঙ্কা- ২ ম্যাচে শূন্য পয়েন্ট।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :