AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘরের মাঠে ধাক্কা খেলো আর্সেনাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩৯ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৩
ঘরের মাঠে ধাক্কা খেলো আর্সেনাল

লিগে দারুণ ছন্দেই ছিল আর্সেনাল। টেবিলের শীর্ষ স্থানটার জন্য লিভারপুলের সঙ্গে লড়াই করে যাচ্ছিল আর্তেতার দল। তবে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের কাছে ২-০ গোলে হেরে যায় আর্সেনাল। তাতে টেবিলের শীর্ষ স্থানে ওঠা হল না গানারদের।

ঘরের মাঠে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছিল আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণে দাপট দেখিয়েছে তারা। জেসুস-সাকাদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছিল ওয়েস্ট হ্যাম। তবে ম্যাচের ১৩তম মিনিটে আর্সেনালের ডি-বক্সে বল চলে আসলে তা ভালো ভাবে ক্লিয়ার করতে পারেনি। তার সুযোগ নিয়ে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন টমাস সোউচেক।

প্রথম হাফে আর গোল হয়নি। দ্বিতীয় হাফের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় আর্সেনাল। তবে ম্যাচের ৫৫তম মিনিটে কর্নার থেকে গোল করে ওয়েস্ট হ্যামকে দ্বিতীয় গোলের স্বাদ দেন সাবেক আর্সেনাল ডিফেন্ডার কনস্টান্টিনোস মাভ্রোপানোস।

ম্যাচের বাকি সময়ে আর্সেনাল গোল করতে পারেনি। উল্টো ম্যাচের ৯০ মিনিটে ওয়েস্ট হ্যামকে পেনাল্টি উপহার দেয় স্বাগতিকরা। তবে আর্সেনাল গোলরক্ষক রায়া দারুণভাবে সেভ করে দেন সে পেনাল্টি। কিন্তু শেষ পর্যন্ত ঘরের মাঠে হার নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।

এই হারের ফলে লিগ টেবিলের শীর্ষে ওঠা হল না আর্তেতার দলের। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে গানাররা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। আর ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে ওয়েস্ট হ্যাম।


একুশে সংবাদ/এস কে  

Link copied!