আর একদিন পরেই বিদায় নেবে ২০২৩ সাল। সবাই অপেক্ষার প্রহর গুনছেন ২০২৪ সালের। এরই মধ্যে প্রতিবারের মতো এই বছরেও বর্ষসেরা একাদশের তালিকা প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার।
বল হাতে ২০২৩ সালটা দারুণ কেটেছে নাহিদার। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বল করে আইসিসির নভেম্বরের মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হন। এমনকি চলতি বছর ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে উঠেছিলেন নাহিদা।
এবার তিনি জায়গা করে নিয়েছেন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশেও। ১৬.৩ স্ট্রাইকরেটে নাহিদা ২০২৩ সালে শিকার করেছেন মোট ২০ উইকেট।
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়া বোলারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। তিনি অবশ্য অলরাউন্ডার। চলতি বছর তার শিকার ২১ উইকেট।
ক্রিকইনফোর বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ: চামারি আতাপাত্তু, বেথ মুনি, সোফি ডিভাইন (অধিনায়ক), অ্যামেলিয়া কের, নাট সাইবার-ব্রান্ট, মারিজেন ক্যাপ, অ্যাশলি গার্ডনার, অ্যান্নাবেল সাথারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, নাহিদা আক্তার ও লিয়া তাহুহু।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :