AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ খেলার সময় প্রতিদিন ইনজেকশন নিতেন শামি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৩৭ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৩
বিশ্বকাপ খেলার সময় প্রতিদিন ইনজেকশন নিতেন শামি

বিশ্বকাপে খেলার সময় প্রতিদিন ইনজেকশন নিতেন মোহাম্মদ শামি। এই পেসারের এক ঘনিষ্ঠ সূত্রে এমন তথ্য জানা গেছে। এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও খেলতে যেতে পারেননি।

বিশ্বকাপের ফাইনালে হারের পর থেকে মাঠের বাইরে শামি। খেলা থেকে আর কত দিন দূরে থাকতে হবে তাকে?

পুরনো একটি চোটের কারণে ব্যথা ছিল শামির। তাই নিয়মিত ইনজেকশন নিতে হত তাকে। সেভাবে খেলেই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছিলেন শামি। ৭ ম্যাচে নিয়েছিলেন ২৪টি উইকেট।

শামির এক সাবেক সতীর্থ সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, বাঁ পায়ের গোড়ালিতে দীর্ঘদিন ধরেই চোট শামির। অনেকেই এটা জানে না যে, বিশ্বকাপের সময় সে নিয়মিত ইনজেকশন নিত। এটা বুঝতে হবে যে, বয়স বাড়লে যেকোনো চোট সারতে বেশি সময় লাগে।

দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া না গেলেও আশা করা হচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শামিকে পাওয়া যাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণের বোলিং দেখার পর শামির অভাব আরো বেশি করে অনুভব করতে শুরু করেছেন সমর্থকরা।

যদিও অধিনায়ক রোহিত শর্মা বোলারদের পাশে দাঁড়িয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, আমাদের বোলাররা চেষ্টা করেছে। ওদের মধ্যে অনেকেই প্রথমবার এখানে বল করল। আমি তাই ওদের ভুল ধরব না।

একুশে সংবাদ/এস কে

Link copied!