AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাফিজের মন্তব্যের পাল্টা জবাব দিলেন কামিন্স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫২ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৩
হাফিজের মন্তব্যের পাল্টা জবাব দিলেন কামিন্স

জয়ের সম্ভাবনা জাগিয়েও সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে পরাজিত হয়েছে  সফরকারী পাকিস্তান ক্রিকেট দল। এই হারে এক ম্যাচ বাকী থাকতে তিন ম্যাচের সিরিজও খুইয়ে বসেছে পাকরা। বক্সিং ডে টেস্ট হারলেও পাকিস্তানের পারফরমেন্সের প্রশংসা করেছেন দলের পরিচালক ও এই সফরে কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ হাফিজ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার চেয়েও ভালো খেলেছে পাকিস্তান। হাফিজের এমন মন্তব্য শুনে পাল্টা জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি জানান, তারা ভালো খেললেও দিন শেষে জয়টাই মুখ্য।

পার্থে সিরিজের প্রথম টেস্টে ৩৬০ রানের বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মেলবোর্নে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলো পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৩১৮ রানে আটকে দিয়েও লিড নিতে পারেনি তারা। ২৬৪ রানে গুটিয়ে যায় পাকরা। এতে প্রথম ইনিংসে ৫৪ রানের লিড পায় অস্ট্রেলিয়া। সেই লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ২৬২ রান করে অসিরা। ম্যাচ জিততে ৩১৭ রানের টার্গেট পায় পাকিস্তান। জবাবে এক পর্যায়ে  ৫ উইকেটে ২১৯ রান করে জয়ের স্বপ্ন দেখছিলো উপমহাদেশের দলটি।  কিন্তু ১৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৩৭ রানে অলআউট হয়ে হারের লজ্জা পায় পাকিস্তান।

এ নিয়ে গত ২৮ বছরে অস্ট্রেলিয়ার মাঠে টানা ১৬ টেস্ট হারে পাকিস্তান। যে কোনো দলের জন্য যে কোনো দেশে টানা সবচেয়ে বেশি টেস্ট হারার রেকর্ড এটিই।

দ্বিতীয়  ম্যাচ শেষে পাকিস্তানের পারফরমেন্সের প্রশংসা করেন হাফিজ সাংবাদিকদের  বলেন, ‘দল হিসেবে আমরা বেশি ভালো খেলেছি। দল যেভাবে আগ্রাসী ক্রিকেট খেলেছে, আমি তাতে গর্বিত। পুরো ম্যাচের সারমর্ম যদি বলতে হয়, অন্য দলের চেয়ে আমরা ভালো খেলেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের ব্যাটিং ‘ইন্টেন্ট’ ভালো ছিল এবং বোলিংয়েও আমরা ভালো জায়গায় বল করেছি। হ্যাঁ, আমরা কিছু ভুল করেছি। ঐসব ভুলের কারণেই আমাদের ম্যাচ হারতে হয়েছে। আমি বিশ্বাস করি, দল হিসেবে ইতিবাচক অনেক কিছু আমরা করেছি, জয়ের জন্য যা যথেষ্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি।’

হাফিজের এমন মন্তব্যের পর  পারার পর ঠান্ডার মাথায় উত্তর দিয়েছেন মেলবোর্ন টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা অস্ট্রেলিয়ার কামিন্স। তিনি বলেন, ‘আহহ, শান্ত। হ্যাঁ, ভালো খেলেছে তারা।’

কামিন্স আরও বলেন, ‘এতে কিছু আসে-যায় না, তাই না? দিন শেষে আসল ব্যাপার হলো, কোন দল জিতেছে।’

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিঝিয়ে পাকিস্তান। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ৩ জানুয়ারি সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।

একুশে সংবাদ/এস কে  

Link copied!