নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জিততে পারল না বাংলাদেশ। ওয়ানডেতে হারের পর নাজমুল হোসেন শান্ত’র দল সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ সমতায় থেকে শেষ করেছে। সিরিজ হাতছাড়া হলেও বল হাতে দারুণ পারফর্ম করা টাইগার পেসার শরিফুল ইসলাম জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।
তৃতীয় ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করার পাশাপাশি হারের জন্য ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ হারের জন্য ব্যাটারদের বড় রান না পাওয়াকেই দায়ী করছেন সফরকারী অধিনায়ক। তবে বোলারদের প্রশংসা করতেও ভোলেননি তিনি।
শান্ত বলেন, ‘বোলাররা দারুণ শুরু করেছে, কিন্তু আমাদের ব্যাটাররা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেনি। সব বোলারই ভালো করেছে, টি-২০তে ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ। এখানেই আমরা ভুল করেছি।’
তিন ম্যাচের এই টি-২০ সিরিজে সবমিলিয়ে ৬ উইকেট সংগ্রহ করেছেন শরিফুল। সিরিজজুড়েই বল হাতে দাপট দেখিয়েছেন পঞ্চগড় এক্সপ্রেস। কেবল উইকেট নিয়েই তিনি তৃপ্ত থাকেননি, প্রতিপক্ষকে চাপে রেখে ইকোনমিও (প্রায় ৬) ভালো রেখেছেন। যার পুরস্কার হিসেবে পেয়েছেন সিরিজসেরার খেতাব।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনূভুতির কথা জানিয়েছেন শরিফুল। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো সিরিজ সেরা। আল্লাহর কাছে শুকরিয়া এতো সুন্দর একটা বছর দেওয়ার জন্য। আগামী বছর আরও সুন্দর হোক, সবাই দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :